নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাষারে নিয়া মানুষের যে ক্ষমতা
তা প্রতারণা
তাই বাইবেলে লেখা ছিল
তাই কোরানে বলা ছিল
তাই শোনা যাচ্ছিল অন্তত পনের সহস্র বছর
শব্দ কোরোনা, কিপ সাইলেন্ট
চুপ হ্ও, প্রয়োজনে বনবাসে যাও
তারা গেছে মনোবাসে
সেখানে অনেক ভীড়
দেশে তো আর বনের চাষ নেই
জন্মেছে মানুষ
মানুষে বনবাস হয় ন
শরৎ চৌধুরী, ১০ই সেপ্টেম্বর ২০২০
২| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৭
Ahamed বলেছেন: কবিতাটি পড়ে ভালই লাগলো। শুক্রবার: জুম্মার গুরুত্ব এটি আমার একটি আর্টিকেল, আপনারা চাইলেই আর্টিকেলটিতে প্রবেশ করে, এটি পড়তে পারেন। ধন্যবাদ
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
নিরবতার মহাশুন্যে
ডুবে যাও গহন নিরবতায়
অনন্ত অসীম দেখো
সূখ, নিরবতার মহামায়ায়!
আপ্নের কবিতার ধাক্কায়
কাব্যে ভাল লাগা +++
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৯
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১১
বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতায় প্লাস।
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:০৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার!
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'দেশে তো আর বনের চাষ নেই' - দারুণ বলেছেন কথাটা।
মনোবাসে - বুঝেছিলাম - মনে বাস করা। কিন্তু কবিতা পড়ে মনে হলো, এর অর্থ মানুষের মধ্যে বাস করা।