নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীতকালে মাছ বেচতে গিয়ে অনিমেষ
তুমি জানলে
ইলিশ মাছের কদর কমে গেছে
খেজুর রসের আদর কমে গেছে
বিছানাজুড়ে পলিটিকাল কারেক্টনেসের কাঁকড়া
তোমাকে দিনভর কামড়ায়
অক্টোপাস আর স্কুইডগুলো ছোট হতে হতে
রামেনের বাটিতে আঁচল ছড়িয়ে শুয়ে থাকে
তার রং গাঢ় কমলা, কালোও আছে
তবে আলিঙ্গন নেই
তোমার নব্বই দশকের গাঁদা ফুলের স্বপ্ন
অপরাধী জাগরণ হয়ে ভাষ্কর্য হয়ে গেছে
তোমার আর ফেরা হবে না
থাকা হবে না
তুমি দুলবে আসমিহান
আর ছাদে ছাদে পার্টি করতে যেয়ে
তোমার আব্রু গাঢ় হবে
উপনিষদ গাঢ় হবে
ঘনঘামের মত গুমোট কুয়াশায়
গুলি করতে করতে ছুটে যাবে
কোথায় যাবে তুমি অনিমেষ?
রেবেকা তোমাকে বিয়ে করবে না
রেবতি তোমাকে ছুঁয়েও দেখবে না
তুিম বোয়ালের মত মস্ত হা করে থাকবে
বাতাস ঢুকবে না
তোমার চোখের পাতা নেই,
আগোরায় দািঁড়য়ে থাকা ফিস সেকশনে
তুমি বাকী সবার মতন মাছ
সারাহ, যারিন, হৃদি, আয়েশা
আজাদ,হাবিবুল্লাহ,সালসাবিল
আলাদা কোন নাম নেই
তুমি মাছ
সেই বর্ষাকাল থেকে গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছো
কেউ আর নজর দিচ্ছে না
কেউ বলছে না এইসব বেগানারা…
সেই বর্ষাকাল থেকে গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছো
সামরিক সটান
কেউ কিনছে না
শরৎ চৌধুরী, পল্লবী, ঢাকা ২৬ শে অক্টোবর, ২০২১।
২| ২৬ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৪৩
অধীতি বলেছেন: মনোরম কবিতা
৩| ২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
৪| ২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪৭
শায়মা বলেছেন: ভাইয়া
সুন্দর কবিতা। যদিও বাজার আর মাছ মাছ গন্ধ আছে।
তবুও সুন্দর।
৫| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ১২:০৪
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা। তেজ আছে। ধার আছে।
৬| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ২:১২
সোহানী বলেছেন: নাম দেখে ভাবলাম আশে পাশে কি বৈশাখ মাস আছে কিনা!! হিসাব করে দেখলাম অনেক দেরি
৭| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৪৬
উদারত১২৪ বলেছেন:
হযরত মুহাম্মদ (সা.) এর জীবনের ৬টি অলৌকিক ঘটনা
হিন্দুস্থানে সর্বপ্রথম যেভাবে ইসলাম প্রচার হয়েছিল
বাঙালি সম্পর্কে বাবরের মূল্যায়ন কতটুকু ছিল দেখুন
হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ) এর বিষপান এবং আল্লাহর কুদরতের ঘটনা
৮| ১৪ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৯
প্রত্যাবর্তন@ বলেছেন: আহা ! দুঃখময় দিনলিপি
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৫
খায়রুল আহসান বলেছেন: "সামরিক সটান" - চমৎকার!