নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ফিরে আয় মধ্যবিত্ত

০৯ ই মার্চ, ২০২২ রাত ১০:১৯


টিসিবির লাইন দেইখ্যা
তোর মধ্যবিত্ত মনটা ধুকপুক করুক
এ্যক্টিভিস্ট নামের টীটকারিটায়
আর রাস্তায় নামবেন না বইলা
ফেইসবুকে ঘুরাইয়া কথা বলবেন বইলা যে ঈমান আনছেন
তার নিপাত হউক
এ্যাকশন হউক এ্যাকশন

যতই গালি খান সেকুলাঙ্গার বইলা
মোছলমান বইলা
বাদী বইলা
পলিটিক্যাল কারেক্টনেসে ঠ্যালায়
সেইটা ফেইসবুকেই উগরানোর যে শান্তি
তার নিপাত হউক
এ্যাকশন হউক এ্যাকশন

মনে মনে যত ফতোয়া গিলছেন
ফ্রাস্টেশনে
সেগুলাই মধ্যবিত্ত নারে
এ্যাকশন হউক এ্যাকশন

জিডিপির নাম্বার নিয়া টক শো সাজান
ঠিকাছে
বিরাট বিতর্ক হোক ঠিকাছে
তবুও আপনার মধ্যবিত্ত মনটা ধুকপুক করুক
বিতর্ক খাইয়া, নেশাগ্রস্ত থাইকেন না
খাওনের ভিডু দেখা আর খাওন খাওয়া এক জিনিস নারে
নিজের চল্লিশ হাজার থেইকা চল্লিশটা টাকা দিয়া কাউরে ভাত
খাওয়ানির খুশিটা
নিজের কাছে রাখেন
চল্লিশ টাকা চাইয়া নিজের পেটরে শান্তি দেওনের খুশিটা
নিজের কাছে রাখেন
এইটা আপনার অধিকার
মধ্যবিত্ত ফিরা আসুক

এই ব্যবসায়ী শহরে মধ্যবিত্তরা মর্যাদা নিয়া
টিসিবির লাইনে দাঁড়ান
সগর্বে বলেন
আমরাই টিসিবি
ভাত দে
তেল দে
পিঁয়াজ দে
তুই দিতে বাধ্য

শরৎ চৌধুরী, ৯ই মার্চ বিশবাইশ, ঢাকা।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১০:২৮

প্রতিদিন বাংলা বলেছেন: আয় বাড়ে রিজার্ভ বাড়ে
দ্রব্যমূল্য বাড়ে = দেশ উন্নয়নের পিঠে

১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫৮

শরৎ চৌধুরী বলেছেন: উন্নয়নকে কোন প্রাণী হিসেবে বিবেচনা করবেন?

২| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১১:২২

হাসান মাহবুব বলেছেন: জ্বালাময়ী কোবতে হইছে।

১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: যাক হাসান মাহবুবকে পাওয়া গেছে।

৩| ১০ ই মার্চ, ২০২২ রাত ১২:৫৫

রাজীব নুর বলেছেন: মন্ত্রী, এমপি এবং আমলাদের উচিৎ লাইনে দাড়িইয়ে টিসিবি থেকে পন্য কিনে মানুষদের বাসায় পৌঁছে দেওয়া।

১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: এইটা ভালো বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.