নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকদিন পেসাব হইতাছেনা ঠিকঠাক, ছ্যাড়ছ্যাড় করে
মাঝেমাঝে রাত জাগি
আম্মাও ঘুমান দেরীতে, হাঁটাহাঁটি করি, বসি
অনেকগুলা দিন শুইয়া থাকার কথা ভাবি
যে বয়স আমার কাছে আইসা পড়ল তারে আমি কীভাবে নিব
সে তো কথা শুনেনা
মাথার ভিতর ভনভন করে চিকিৎসা শাস্ত্র আর মানুষ
এতগুলা মানুষের ভিড়
এনারা হাঁটাহাঁটি করেন, কথা কন
এত মানুষের কথা কেন শুনবো আমি
যে বয়স আমার কাছে আইসা পড়ল সে তো কথা শুনেনা
বয়স আমি কাউরে দিবো না ভাবি
সন্তানরে, বিশেষ কইরা
উনি মুক্ত থাকুক একটু, তিনিই ঠিক করুক
অনেকগুলা দিন শুইয়া থাকার কথা ভাবি
বয়স তো উনার কাছেও আসবে, আসুক
আম্মাও ঘুমান দেরীতে অথবা উনার সময়
শরৎ চৌধুরী, ১২ই ফেব্রুয়ারি, ২০২৪, হাতিরঝিল, ঢাকা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৩
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা নয়ন।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫১
নীলসাধু বলেছেন: মুগ্ধতা।
ভালোবাসা রইলো শরত দা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৪
শরৎ চৌধুরী বলেছেন: আপনারেও অনেক ভালোবাস নীল। দেখা হবে আশাকরি।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । বসন্ত শুভেচ্ছা ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৪
শরৎ চৌধুরী বলেছেন: সেলিম অশেষ শুভেচ্ছা ক্যামন চলছে সব?
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০৩
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১১
শরৎ চৌধুরী বলেছেন: ভালোবাসা রাজীব।
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৮
প্রামানিক বলেছেন: ভালো লাগল
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১১
শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা অশেষ প্রামানিক।
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৭
জনারণ্যে একজন বলেছেন: নীলসাধু বলেছেন: মুগ্ধতা।
ভালোবাসা রইলো শরত দা
—— ওহে নীলসাধু - ওনার নাম শরৎ, "শরত" নয়।
আমার মতো চাষ-ভূষা শ্রেণীর মানুষ নামের বানান ভুল করলে মেনে নেয়া যায় কিন্তু আপনার মতো স্বঘোষিত কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, বিজ্ঞানী, বিশিষ্ট আইটি বিশেষ-অজ্ঞ, সমাজসেবী, বইমেলার উদ্যোক্তা, লেখক, শিক্ষানুরাগী, আলোকিত মানুষ গড়ার কারিগর এবং পাবলিক প্লেসে ধূমপায়ী (ইত্যাদি ইত্যাদি) যদি কারো বানান ভুল করেন - বড়োই নজ্জা পাই।
বুঝতে পারছি, অতি-উত্তেজনা বশতঃ হয়ে গেছে আর কি। ঠিক যে উত্তেজনাবশতঃ আপনি কাউকে কাউকে হুমকি দিয়ে থাকেন।
বিঃ দ্রঃ প্রত্যাশা রইলো - আপনার মন্তব্য পাঠে ওনার "পেসাবের" সমস্যা দূরীভূত হইবেক।
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৫
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার কবিতা পাঠ করলাম...