![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাপীকে নয় পাপ কে ঘৃণা করো।'
কথাটি তুমুল সত্য জেনেও সবাই এর বিপরীত দিকটিই গ্রহণ করে। বিপরীতের প্রতিই জগতের আকর্ষণ।
নতুবা এই সুন্দর এবং চমত্কার পৃথিবীটা এত কুত্সিত ভাবে অবহেলিত এবং লাঞ্চিত হতো না।
জগতে ভাল এবং মন্দ পাশাপাশি সহোদর। এখানে আমি মন্দ বলেই আপনি এত সাধু। আপনার ধর্ম
আপনার সত্যে এবং মনুষত্ব্যে,আমার ধর্ম আমার বিবেক এবং চেতনার কাছে,এটাই স্বাভাবিক।
সে ক্ষেত্রে এত ভাব এবং অহং বোধ দেখানোর কিছু নেই। এমন করে জীবন গঠন করুন
যেন-"আপনাকে দেখে আমাদের অহং জাগে এবং আপনাকে শ্রেষ্ঠ বলে আমরা দাবী করব।"
বরং তা না দেখিয়ে যদি কেউ অপরকে কটুক্তি এবং খোঁচা দেন তবে আমিও তাকে ভাল ব্যক্তিত্ব ও
সত্যিকার মানুষ বলে মানবো না,যত যুক্তি দেখানোই হোক আমি এই দর্শনে বিশ্বাসী নই।
বরং এটাকে আমি ভণ্ডামি এবং ক্ষমতার অপব্যবহার বলেই দাবী করবো।
মহর্ষি মনোমোহন দত্ত বলেছেন-
"মানুষ আত্মশাসন করতে অক্ষম,বিশ্বশাসন করতে চায়।"
আমি জানি আমি কেমন! আমার সত্য-মিথ্যে-চিন্তা- চেতনা-আবেগ-বাস্তব- সুন্দর-কুত্সিত।
সেটা কাউকে দেখানোর প্রয়োজন নেই,অন্ধকার থেকেই ফুল ফুঁটে সুশ্রী হয়ে,শুক্রাণু এবং ডিম্বানুর
মিলন হয় গভীর নিশ্চুপেই! তাহা প্রকাশ্যে বলবার এবং করবার মত পশুত্ব যাদের কাছে তারাই
অহং এবং নিজকে শ্রেষ্ঠ বলে দাবী করে।
আমাদের বাঙ্গালীর সবচেয়ে বড় সমস্যা কিছু হলেই ধর্ম টেনে আনা।অথচ সে কতটুকু ধার্মিক
এবং সত্ তাহা কিছু নয়। এরকম সাধু মুখোস আমার প্রয়োজন নেই,তার চেয়ে অনুতপ্ত মাতাল
হয়ে থাকা আমি অধিক শ্রেয় বলে বোধ করি।
পরিশেষে House এর একটি প্রিয় কথা ব্যক্ত করলাম-"If noboday hates you,you are doing something wrong"
©somewhere in net ltd.