নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লিখি , গল্প লিখি , মুভি রিভিউ লিখি , বুক রিভিউ লিখি , ফিচার লিখি । এই তো আমার লিখিময় জীবন ।
মাইন্ড হান্টার টিভি সিরিজে এক সিরিয়াল কিলার এফবিআই এজেন্টকে জানাচ্ছিল- সে একা না, তার মতো আরো অনেক সিরিয়াল কিলার সমাজের লুকিয়ে আছে । একেকজনের প্যাটার্ন একেক রকম । তবে এদের কিছু বেসিক মিল থাকে । বেশিভাগ মানুষ মনে করে সিরিয়াল কিলার কেবল পশ্চিমের দেশগুলোতে আছে । এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অনেক সিরিয়াল কিলারদের কথা শোনা যায় । স্টোনম্যান তাদের মধ্যে সবচেয়ে কুখ্যাত । যে অধ্যবধি ধরা পড়েনি । পাকিস্তানেও এক সিরিয়াল কিলারের কথা শোনা যায় যাকে ধরার চেষ্টা এখনো চলছে । বাংলাদেশের সিরিয়াল কিলার রসু খাঁ কে আমার চোখের সামনে দেখা । আদালতে তার উপর অজানা এক মেয়ের মৃত্যুর অভিযোগ আরোপের তীব্র প্রতিবাদ জানিয়েছিল । তার মূল বক্তব্য ছিল -'যাদের মেরেছি তাদের সকলে কথা আমি স্বীকার করেছি, তারপরও পুলিশ কোন কিছুর সুরাহা করতে না পারলে আমার উপর দোষ চাপিয়ে দেয় । তার সাবমিশন দুর্দান্ত ছিল । প্রকৃতপক্ষে যুগে যুগে সিরিয়াল কিলাররা ছিল । আব্বাসীয় আমলেও বাগদাদে এই ধরনের সিরিয়াল কিলারদের কথা শোনা যেত । যদিও সিরিয়াল কিলার কনসেপ্টটা অনেকটা আধুনিক যুগের । সিরিয়াল কিলারদের পথিকৃৎ হিসেবে জ্যাক দ্য রিপারের নাম সবার আগে আসে । ধারণা করা হয় সেই একজন ডাক্তার ও ভালো মানের সার্জন । যে কিনা পতিতাদের অত্যন্ত নিষ্ঠুরভাবে চিরে মেরে ফেলত । বিস্তারিত পড়লে আঁতকে উঠবেন । সিরিয়াল কিলার বাবু শেখ সম্পর্কে বিস্তারিত পড়েও আমি আঁতকে উঠলাম । এই ধরনের মানুষ কেন সিরিয়াল কিলার হয় , কিভাবে তারা খুন করে, তার কারণ সম্পর্কে মাইন্ড হান্টারে একটা ভাল ধারণা দেয়া হয়েছে । যার অনেক কিছুই বাবু শেখ এর সাথে মিলে গেছে দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম । যেমন বাবু শেখ এক মেয়েকে ছেড়ে দিয়েছিল শুধুমাত্র ধর্ষণে বাধা দেয়নি বলে । অন্যান্য সিরিয়াল কিলারদের সাথে বাংলাদেশের সিরিয়াল কিলারদের মূল পার্থক্য হল অন্য সিরিয়াল কিলারদের সাথে অর্থ জড়িত না থাকলেও এখানে অর্থাভাব যথেষ্ট প্রাধান্য পায় । রসু খাঁ বলেন বা বাবু শেখ তারা দুই জনই ধর্ষণের পরে হত্যা করতো আর যা কিছু আছে নিয়ে যেত । বাবু শেখের সাথে অন্যান্যদের পার্থক্য হচ্ছে বাবু শেখ এই ধরনের অনেক কাজ দলবেঁধে করেছে । যেখানে সিরিয়াল কিলার কাজ করে একা । তাছাড়া তার নামের আগে সিরিয়াল কিলার যোগ করলে মানসিক রোগী হিসেবে মার্সি পাওয়ার সমূহ সম্ভাবনা আছে (রসু খাঁর যে কারণে এখনো ফাঁসির আদেশ কার্যকর হয়নি) । তাছাড়া বাংলাদেশের মতো একটি দেশে যেখানে ন্যায় বিচার পাওয়াটাই কঠিন সেখানে বাবু শেখ এর মত মানুষদের সিরিয়াল কিলার তথা মানসিক রোগী হিসেবে আখ্যা দিয়ে তাদের ট্রিটমেন্ট করানোর চেষ্টা বা শাস্তিতে ছাড় দেওয়ার চেষ্টা আমার কাছে সরকারি অর্থের শ্রাদ্ধ ছাড়া আর কিছু নয় । আর আমার ব্যক্তিগত বিশ্বাস বাবু শেখের মতো মানুষ আমাদের আশেপাশে আরও ছড়িয়ে ছিটিয়ে আছে । কেউ ধরা পড়ে কেউ ধরা পড়ে না ।
শান্তনু চৌধুরী শান্তু
লিংক কমেন্টে
১০ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: প্রকৃতপক্ষে সিরিয়াল কিলারদের ঠিক করা যায় না ।
২| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৮
অগ্নিপাখি বলেছেন: মাইন্ড হান্টার সিজন ১ দেখা হয়েছিল বেশ আগে। সিজন ২ দেখবার সময় পাচ্ছি না।
১০ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: দেখে ফেলেন । সিজন ১ থেকে ভালো ।
৩| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৯
জোহা প্রকাশন বলেছেন: আপনি যেহেতু আইনজীবী তাই এইসব অপরাধীর দেখা আপনি পেয়েও যেতে পারেন। এদের নিয়ে ভাল ফিকশনও সৃষ্টি হতে পারে । আপনার মেইল আইডি পেলে ভাল হত
১০ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫০
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: শান্তনু চৌধুরী শান্তু - আমার ফেসবুক আইডি । এখানে যোগাযোগ করতে পারেন । ধন্যবাদ ।
৪| ১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: এই সমাজ অপরাধী বানায়। অথচ সমাজ এর কোনো শাস্তি হয় না।
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০১
সাদা মনের মানুষ বলেছেন: ওদের ভালো চিকিৎসা দরকার