![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন করা, চাকরিচ্যুত শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা ইত্যাদি বাদ দিয়ে সবাই এখন দল গোছানোতে ব্যস্ত! প্রত্যেকদিন দেখতেছি নতুন নতুন দলের আমদানি হইতেছে। জুলাইয়ের অভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা আপনারা এখন দলে দলে ভাগ হয়ে যাচ্ছেন। আপনাদের নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলও শুরু হয়ে গেছে। আর বেশি দেরি নেই যে আপনারা বিভিন্ন দলে ভাগ হয়ে একে অন্যের বিরুদ্ধে অবস্থান নিবেন।
আপনারা একেকজন নতুন নতুন দল গঠন করে ফ্যাসিস্ট ও তার দোসরদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিচ্ছেন। আপনারা আসলে আপনাদের নিজেদের সাথে নিজেরা প্রতারণা করছেন। প্রতিদিন প্রতারনা করতেছেন নিজেদের আদর্শের সাথে। যদিও আমি আপনাদের এই তথাকথিত আদর্শ নিয়া সেই আগষ্ট থেকেই সন্দিহান ছিলাম। একসময় ভাবলাম আপনারা হয়তো ব্যতিক্রমও হইতে পারেন। তবে ইতিহাস থেকে তো আমরা শিক্ষা নেই না। একইরকম ঘটনা ইতিহাসে বারবার পুনরাবৃত্তি হইতে থাকে। আপনারাও ইতিহাস হবেন। এবং সেটা খুব শীগ্রই। ক্ষমতা খুবই খারাপ একটি জিনিস। আমি বাঁইচা থাকলে ইনশাআল্লাহ আপনাদের নিজেগো মধ্যে একটা সেইরকম *য়া মারামারি দেখবো বলে আশা করতেছি।
আপনারা যারা এখনো নিজের আদর্শের সাথে সৎ আছেন এবং অভ্যুত্থানের চেতনা ধারণ করে রেখেছেন- আপনারা আপনার আশেপাশে থাকা আহতদের চিকিৎসা যেন সুস্থভাবে নিশ্চিত হয় তার ব্যবস্থা করুন। চাকরি হারানো শ্রমিক ও চাকরিজীবী ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ভাই-বোনদের পরিবারের খোঁজ রাখুন। ক্ষমতার মোহে বিভ্রান্ত হয়ে নিজেদের পরস্পরের শত্রুতে পরিণত করবেন না।
কিছু মতামত: এই বছরের আগষ্টের মধ্যেই আরেকটি বড়সড় ঝামেলার আশঙ্কা করছি আমি। এই আশঙ্কা সত্যি হইতে পারে যদি আপনারা অলরেডি এজেন্সির প্ল্যানমাফিক দাবার গুটি হয়ে গিয়ে থাকেন আরকি। আর আপনারা নতুন নতুন দল বানাইতে থাকেন। এই অভ্যুত্থানে যাঁরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারাইছে, আপনাদের দল বানানোর মাঝে নতুন করে তাদের হাত পা গজাবে। অর্থাভাবে যাঁরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেনা তারা নিজে নিজে সুস্থ হয়ে যাবে। আর চিকিৎসা খাতের জন্যে বরাদ্দকৃত- ব্যাংকে জমা থাকা অর্থ আসছে ফাল্গুনে দ্বিগুণ হয়ে ফিরে আসবে আহতদের মাঝে।
ধন্যবাদ।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৩
সৈয়দ কুতুব বলেছেন: এরা নতুন দল গঠন করলে আপনার কি সমস্যা? সরকার কেন সুচিকিৎসা দিতে পারছে না ?
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১৮
কামাল১৮ বলেছেন: আন্দোলন কারিদের মধ্যে আদর্শ গিজ গিজ করছে।তা প্রকাশের জন্য বিভিন্ন দল গঠন।কি তাদের আদর্শ সেটা কেই বলছে না।
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫২
ধুলোপরা চিঠি বলেছেন:
@কামাল,
ছাত্ররা পাক-ভারতে ২য় পাকিস্তান তৈরি করার জন্য লড়ছে, ইহাই তাদের আদর্শ।
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৯
রাজীব নুর বলেছেন: ভালো কথা বলেছেন।
কিন্তু আমাদের দেশের মানুষ গুলো ভালো না। দেশের অরাজকতার জন্য ভারত দায়ী? না। দায়ী আমরাই।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৯
ধুলোপরা চিঠি বলেছেন:
আপনার ধারণাগুলো খুবই লজিক্যাল, আপনি বিপ্লবীদের মাঝে "একতার" ডাক দেন।