![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic
এইসব শীতের দিনে ভালবাসা এসো তুমি,
এইসব শীতের দিনে উষ্ণতা হয়ে এসো তুমি,
চুলা থেকে সদ্য নামানো চায়ের কাপের ধোঁয়ায়,
পকেট থেকে বের করে আনা গরম হাতের ছোঁয়ায়,
ঝুলিয়ে রাখা খেজুর গাছে রাফের মিষ্টিতে,
বাষ্পে ঢেকে যাওয়া গোসলখানার আদ্র আয়নাতে,
হাড়ির উপর ভাপা পিঠার গুড়ের পুরের ভিতর,
গলির মোড়ে চিতই এর সরিষা ভর্তার ঝালে,
কোকোয়া বাটার সম্বৃদ্ধ তিব্বত লিপ জেলির গন্ধে,
কিংবা গভীর রাতে সেপ্টে থাকা কোলবালিশের উমে,
ভোরে ঘুম ভাঙ্গার পর বালিশ-লেপের নিচের আকর্ষণে,
বহুদিন পর বের করা চাদরে মাখা ন্যাপথলিনের ঘ্রাণে,
এক হেমন্তের পাড় থেকে অন্য বসন্তের তীরে,
শীতের একূল থেকে ওকূল হয়ে, কুয়াশা থেকে শিশিরে,
এক মাঘ থেকে অন্য মাঘে, পউষ থেকে পউষে
ভালবাসা তুমি ঘুরে যেও ছুঁয়ে যেও একবার এসে।
এইসব শীতের দিনে উষ্ণতা হয়ে এসো তুমি,
ভালো নাহয় না বাসলে, উষ্ণবাসা বেসো।
০৯ ০১ ১৫
২| ১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯
ভবঘুরেআমি বলেছেন: শুভকামনা
৩| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
৪| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:২৪
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০২
হামিদ আহসান বলেছেন: মাঝে মাঝে হলেও আসুক ভালবাসা.................