![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মানুষ
শিরোনামটা কেমন যেন হয়ে গেল না?
না মোটেও কেমন যেন হয়নি, এখনি ভাবার সময় । নইলে পরে শুধু আফসোস করবেন এবং বলবেন হায়! কেন আমি আর কিছুদিন আগে সতর্ক হলাম না ।
কিছুক্ষন আগে এক ভারতীয় বন্ধুর সাথে ফেসবুকে চ্যাট করছিলাম, ও ভারতেই থাকে এবং আন্তর্জাতিক বিষয়ে ভালো জ্ঞান রাখে ।
কথা বলার এক পর্যায়ে আমাকে এই প্রশ্নটি করে বসল, Will bangladesh pass away in india ?
হয়তোবা এটা শুনে আপনার হাসি পাবে কিন্তু তখন আমার চোখে ভেসে উঠল স্বাধীন সিকিমের ছবি এবং বর্তমান সিকিমের অবস্থা ।
সেই সাথে লেন্দুপ দর্জির ইতিহাসটাও মনে পরে গেল ।
যারা লেন্দুপের নাম শুনেননি কিংবা তার ব্যাপারে ভালো করে জানেননা দয়া করে নেটে সার্চ দিন লেন্দুপ দর্জি নামে ।
তাহলেই তার সাথে বাংলাদেশের কিছু হর্তাকর্তার মিল পেয়ে যাবেন এবং নতুন করে ভাবতে শিখবেন ।
সময় বেশী নেই, এখনি চিন্তা করুণ, আপনি ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু এই ভালো থাকাকে কি ভালো থাকা বলে?
বুকে হাত দিয়ে পারলে সত্যটা বলুনতো?
ভাবুন একটু চিন্তা করুন, আমাদের মুক্তিযোদ্ধারা কি এজন্যই দেশ স্বাধীন করেছিলেন?
আরেকটা দেশের করদ প্রজা হওয়ার জন্য কি তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন?
২ লক্ষ মা বোন কি এই বাংলাদেশের জন্যই নিজের স্বতীত্ব হায়েনার বুলেটে বিলিয়ে দিয়েছেন?
আজ কেন আমাদের এত ভারত নির্ভরশীল করে তোলা হচ্ছে?
সব জায়গাতে কেন ভারতীয়দের এত দাপট?
সীমান্তে কোন অধিকারে তারা পাখির মত হত্যা করছে?
তারা দেশ স্বাধীন করতে সাহায্য করছে বলে কি আজীবন তাদের গোলামী করে যেতে হবে?
খরায় শুকিয়ে মারা আর বর্ষায় ডুবিয়ে মারাই কি তাদের বন্ধুত্ব?
প্লিজ একটু ভাবুন, নিজে বাঁচুন সবাইকে বাঁচান, বাংলাদেশকে রক্ষা করুণ ।
১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৫
শরাফত বলেছেন: জনাব, শুধু দেশ দখল করলেই কি সব পাওয়া যায়?
ভারত আমাদের কি দখল করেনি?
দেশ দখলের চেয়েও বেশি কিছু করেছে।
চোখ খুলে দেখুন ।
২| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৯
অগ্নি কল্লোল বলেছেন: ভাবলাম!!
১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৬
শরাফত বলেছেন: আবার ভাবতে গিয়ে যেন নিজেই হারিয়ে না যান ।
খেয়াল করে ।
৩| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৭
শাহ আজিজ বলেছেন: আলোচনা করতে হলে বিস্তারিত বিষয়ের অবতারনা করতে হয়। আমার ১নং আলাপের উত্তরে যে জবাব দিয়েছেন তা স্ববিরোধী হয়ে যাচ্ছেনা? বলুন কিকি দখল হয়েছে?
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৪
শাহ আজিজ বলেছেন: সিকিম আর বাংলার ভু প্রকৃতিগত অবস্থান, জনসংখ্যা , ধার্মিক অবস্থান এক নয়। শ্রীলঙ্কার কথা মনে আছে ? মার খেয়ে ভারতীয় বাহিনীকে বের হয়ে আসতে হয়েছিল। ধরুন বাংলায় তারা অস্থায়ী বা স্থায়ী অবস্থান নিল । পুবের সাত কন্যার কথা ভুলবেন না। ওরা আমাদের গণবাহিনীর সমর্থন দিয়ে একত্রে দীর্ঘ এক যুদ্ধে লিপ্ত হবে সাথে অসমিয়া, নাগা, ত্রিপুরা ও অন্যান্য জন গোষ্ঠী তো আছেই । ভারত তখন উদীয়মান অর্থনীতি বাদ দিয়ে যুদ্ধে ব্যয় করবে সব। লাভ চীনের। সে অরুনাচল আর বঙ্গোপসাগর দিয়ে অস্ত্র দেবে । ভারতের অন্যান্য অংশ বিদ্রোহ করবে । আপনার বন্ধুকে বলবেন দাত ভাল করে মাজতে। আমি স্রেফ একটা আইডিয়া দিলাম ।
আজকে চীন পাক যৌথ বর্ডার গার্ড নিয়ে চমকপ্রদ খবর আছে, পড়ে নিন।