| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকের কল্যাণে আমরা প্রায় সবাই লেখালেখির চর্চাটা শুরু করতে পেরেছি। ভালো পারি আর খারাপ পারি লেখার অন্তত চেষ্টা তো করি!
কিন্তু একটা ব্যাপার যেটা না বললেই নয়।
অনেক লেখাই আমাদের ভালো লাগে, পছন্দ হয়, গ্রহণযোগ্যতা ব্যাপক আকার ধারণ করে। আমরা কি করি? সেই লেখা শেয়ার করি অথবা কপি-পেস্ট করে নিজের টাইমলাইনে রাখার চেষ্টা করি। শেয়ার করলে তো কথাই নাই, কিন্তু যারা কপি-পেস্ট করেন, তাঁরা অন্তত লেখকের নামটা লেখার উপরে অথবা শেষে উল্লেখ করে দিলে সবার জন্য মঙ্গলজনক হবে। তাছাড়া লেখকের লেখাকেও অনুপ্রাণিত করা হবে।
লেখকের নাম না জানলে "কালেক্টেড" অথবা "কপিড" লেখা যুক্তিযুক্ত। অনেকেই আমরা তাও লেখি না। এতে করে অন্যরা মনে করেন আপনি সেই লেখা লিখেছেন, বাহবা আপনি পাচ্ছেন... কত টুকু যুক্তিযুক্ত? অথচ আপনার সেই চুরি করা লেখা কিন্তু লেখকের দৃষ্টিগোচর একসময় হয়। তিনি সরাসরি প্রকাশ করুন আর নাই করুন, কষ্ট করে তাঁর লেখা অন্যের বলে প্রকাশ হচ্ছে দেখলে কিন্তু কলিজায় ঠিকই মোচড় মারে।
কতদিন আর চুরি করে জীবন-যাপন করবেন?
কতদিন আর অন্যের প্রাপ্য সম্মান নিজে ভোগ করবেন?
ভালো থাকুন, ভালো লেখা গ্রহণ করুন, ভালো লিখুন, গুণীর কদর করুন।
বিঃ দ্রঃ পোস্ট ভালো না লাগলে এড়িয়ে যাবেন, গায়ে পড়ে গ্যাঁজানোর কোন দরকার নাই। আপনার হয়তো অফুরন্ত সময় আছে, অন্যদের নাও থাকতে পারে!
©somewhere in net ltd.