নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবার বাড়ি এই গাঁয়ে...
শ্বশুর বাড়ি ঐ...।
তোমার বাড়ি কইগো নারী
তোমার বাড়ি কই?
সারা জীবন ভাত রাঁধিলি পরের হাড়িতে,
আপন ভেবে বাস করিলি পরের বাড়িতে ।
যেমন পরের ঘরে বেঁধে বাসা,
বাস করে চড়ুই।
তোমার বাড়ি কইগো নারী
তোমার বাড়ি কই?
(সংগৃহীত)
২| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:১২
সোহানখুলনা বলেছেন: ভাল লাগলো
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৪
সাহিত্যের পোকা বলেছেন: অসাধারণ। এরকম আরো চাই।