![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন আমি হব অস্তিত্বহীন। কিন্তু আমার মানসসন্তানেরা চুপটি করে ঘাপটি মেরে পড়ে থাকবে আমার লেখনীর মাঝে। হয়তো কেউ দেখবে না তাদের, হয়তোবা কেউ কৌতুহলী হয়ে দেখবে কখনো। আর আমার সন্তানেরা, হয়তো অপাংক্তেয়, হয়তো কুলাঙ্গার, তবে তারা ঠিকই চিরকাল তাদের শরীরে বহন করে চলবে তাদের পিতার নাম- একদা অস্তিত্ববান যার মস্তিষ্কে বিদ্যুত্ স্পন্দন খেলে খেলে জন্ম হয়েছিল তাদের।
সময়, আমার সমগ্র জীবনক্ষেত্র জুড়ে
এগিয়ে আসছ তুমি আমার দিকে,
১টি নিশ্ছিদ্র অলঙ্ঘনীয় দেয়ালের মত,
১সেকেন্ড/সেকেন্ড বেগে,
পেছন হটা ছাড়া আমার কিছুই করার নেই,
এদিকে পেছনে যে হা করে আছে আদিগন্তবিস্তৃত অতলগভীর ১ খাদ!
©somewhere in net ltd.