নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

FACEBOOK : shawkat.somc

সৈয়দ শওকত আলী

একদিন আমি হব অস্তিত্বহীন। কিন্তু আমার মানসসন্তানেরা চুপটি করে ঘাপটি মেরে পড়ে থাকবে আমার লেখনীর মাঝে। হয়তো কেউ দেখবে না তাদের, হয়তোবা কেউ কৌতুহলী হয়ে দেখবে কখনো। আর আমার সন্তানেরা, হয়তো অপাংক্তেয়, হয়তো কুলাঙ্গার, তবে তারা ঠিকই চিরকাল তাদের শরীরে বহন করে চলবে তাদের পিতার নাম- একদা অস্তিত্ববান যার মস্তিষ্কে বিদ্যুত্‍ স্পন্দন খেলে খেলে জন্ম হয়েছিল তাদের।

সৈয়দ শওকত আলী › বিস্তারিত পোস্টঃ

রিয়েল মেডিক্যাল ট্র্যাজেডি : অকৃতজ্ঞতাই আমাদের পুরস্কার

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৯

কদিন আগে সিওমেকে নিউরোসার্জারীতে ১

বালক ভত্তি হয় ৩

তলা থেকে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে।

তখন আমি অন্য ওয়ার্ডে কর্মরত।

রোগীটা আমার পরিচিতর পরিচিত।

ফলে আমার 'পরিচিত' চান্স পেয়েই

আমায় কল লাগায়।

গিয়ে দেখি আমার ১

সহকর্মী ডাঃ রোগীর ড্রেসিংএর

এন্তেজাম করছে। সে জানায়

রোগী খারাপ, নেগেটিভ

কাউন্সেলিং করা হোয়েছে। রোগীর

ফ্রন্টাল বৌন দুমড়ে মুচড়ে ব্রেইন

ম্যাটারে ঢুকে গেছে মনে হোল।

সাথে ব্ল্যাক আই। প্রলাপ বকছে।

ড্রেসিং রুম

থেকে বেরিয়ে এলে 'পরিচিত'

জনগোষ্ঠী আমায় ছেঁকে ধরে। তাদের

সান্ত্বনা দিয়ে করণীয়

বুঝিয়ে দিয়ে চলে আসি।

মাসখানেক পরের কথা। ঐ

পরিচিতদের সাথে দেখা। ঐ রোগীর

ব্যাপারে তাদের কোন রা নেই

দেখেই বুঝলাম

রোগী ভালো হোয়ে গেছে।

নইলে গালিগালাজ করার কথা।

খুশিমনে শুধাই- কী খবর ঐ রোগীর?

সাথে সাথে তারা বিদ্বেষে ফেটে পড়ে-

'রুগী ত পুরাই ভালা অইয়া গ্যাছে। অতছ

হালা ডাক্তারে কইছিল

রুগীর অবস্তা খুব খারাব।

রুগী বলে বাচব না। এইসব নরপশুঐ

আইজকাইল অইছে ডাক্তার'। বুঝলাম তারা নেগেটিভ কাউন্সেলিং এর জন্য এতটা ক্রুদ্ধ, কিন্তু ঐ ভয়াবহ

মৃতপ্রায় রোগীর ফিরে আসার

বিনিময়ে ডাঃকে ধন্যবাদ

দিতে বিন্দুমাত্র রাজি নয়। তাদের

সাথে আর কথা বলতে রুচি হোল না।

কেবল বুঝলাম ডাঃদের জন্য

পৃথিবীটা বড্ড শ্বাপদসঙ্কুল

হোয়ে যাচ্ছে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬

বিষন্ন পথিক বলেছেন: সৃষ্টিকর্তার করুনায় একজন মানুষের জীবন বাচিয়েছেন, এর থেকে বড় বিবেকর শান্তি আর কিভাবে পাবেন। তুচ্ছ কৃতজ্ঞতায় কি আসে যায়।

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০

আল ইফরান বলেছেন: বিষন্ন পথিক বলেছেন: সৃষ্টিকর্তার করুনায় একজন মানুষের জীবন বাচিয়েছেন, এর থেকে বড় বিবেকর শান্তি আর কিভাবে পাবেন। তুচ্ছ কৃতজ্ঞতায় কি আসে যায় ।
সহমত :) :) :)

৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩০

সৈয়দ শওকত আলী বলেছেন: হমমম!

৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

ইলুসন বলেছেন: ভাই মন খারাপ কইরেন না, আপনি নিজের বিবেকের কাছে তো পরিষ্কার, যা করতে পারতেন তাই করছেন।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২১

সৈয়দ শওকত আলী বলেছেন: সেটাই।

৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮

রিফাত হোসেন বলেছেন: ডাক্তার একটু বিষদ জ্ঞান রাখে :) আমরা আম পাবলিকরা তো সাধারন আউটপুটই দেখি ও বুঝি ।

তাই ভুল বুঝাবুঝি, আমি জানি ঐ জনৈক ব্যক্তি যদি আপনার জায়গায় থাকত তাহলে নিশ্চয়ই এই আচরন করত না ।

অনেকে না বুঝেই ভুল কিছু করি । :)

আশা করি আপনার মন অনেক বড় । :)

৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩

সৈয়দ শওকত আলী বলেছেন: সুন্দর বোলেছেন!

৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯

কালোপরী বলেছেন: বাস্তবতা খুব কঠিন

৯| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০১

সৈয়দ শওকত আলী বলেছেন: হ্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.