![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন আমি হব অস্তিত্বহীন। কিন্তু আমার মানসসন্তানেরা চুপটি করে ঘাপটি মেরে পড়ে থাকবে আমার লেখনীর মাঝে। হয়তো কেউ দেখবে না তাদের, হয়তোবা কেউ কৌতুহলী হয়ে দেখবে কখনো। আর আমার সন্তানেরা, হয়তো অপাংক্তেয়, হয়তো কুলাঙ্গার, তবে তারা ঠিকই চিরকাল তাদের শরীরে বহন করে চলবে তাদের পিতার নাম- একদা অস্তিত্ববান যার মস্তিষ্কে বিদ্যুত্ স্পন্দন খেলে খেলে জন্ম হয়েছিল তাদের।
এলাকার ১ লোকের লগে দেখা। আমারে দেইখাই তার মুখ কালা অইয়া যায়। রাগ করছে মনে লয়।
অভিযোগ আর উপদেশের সুর বাইর অয় তার মুখতে- তে ডাঃ অইছ ভালা কথা, এতে আমগো কী ফয়দা অইল? এলাকাবাসীরে ছার্ভিছ দেও না ক্যা? টাকাঐ সব না বুচ্ছ?
আমি- এহন এলাকাবাসীরে ছার্ভিছ দেওন সম্ভব না। আগে নিজের আখের গুছাইয়া লই, পরে।
হুইন্যা অক্ষিকোটরতে তার চক্ষু বাইর অইয়া আইব মনে অয়- হোয়াআআট!?
আমি- হ। আগে নিজের আখের গুছাইয়া লই। পরে। আপনে কি কাম করেন?
- আমি কলেজ টিচার!
- কলেজ কই?
- জেলাশহর।
- ক্যান আমগো গেরামের ইস্কুলে শিক্ষকতা করবার পারলেন না? এলাকাবাসী আপনের জ্ঞানের আলুতে আলুকিত অইত। নাকি এইটা কুনু ছার্ভিছ না?
- এঁএঁএঁউঁউঁউঁ...
- কয়দিন আগে যে আপনের পেট নামছিল তহন কারে দেখাইছিলেন?
- ডাঃ অমুকরে।
- কই?
- জেলাশহরে।
- ক্যান এলাকায় ত ৩জন এমবিবিএছ ডাঃ আছে।
- আরে মিঞাঁ আমি যারে দেহাইছি উনি মেডিছিনে এফছিপিএছ।
- তে আমারে যে কইলেন এলাকায় ছার্ভিছ দিতে? আপনে নিজেই ত আমার কাছে আইবেন না।
- এঁএঁএঁউঁউঁউঁ...
- আপনে কী পাস?
- মাস্টার্ছ ছেকেন্ড ক্লাছ ফাস্ট।
- ক্যান বিএছছি কইরাই শিক্ষকতায় আই মিন ছার্ভিছে লাইগা যাইতেন...
- ধুর মিঞাঁ পোস্টগ্র্যাজুয়েশন ছারা আইজকাইল কুনু দাম আছে নি?
- তাইলে আমার পোস্টগ্র্যাজুয়েশন করন লাগব না? এহনই এই গাঁউয়ে চইলা আইলে আমারে পোস্টগ্র্যাড পড়া পড়াইব কেডা? আপনে? আপনের উদ্দেশ্য কি ছার্ভিছ পাওন না আমারে ডোবান? আখের বলতে কি বুঝাইছি এহন বুচ্ছেন ত? যান এহন গিয়া সবরে কন ডাঃ সাবে আখের বলতে টিয়া বুঝাইছে।
২| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৩
সৈয়দ শওকত আলী বলেছেন: হে হে হে
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮
নিম্বাস বলেছেন: ঠিক কথা বলছেন ভাই.।।