![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল ক্ষুধার আগে তোমার ক্ষুধায় ভরে মন সকল শক্তির আগে প্রেম তুমি তোমার আসন।
এসেছে নতুন সময়
কত রাত দিন হয়ে গেছে গত
রয়ে গেছি পুরনো আমি
পুরনো কিছু ক্ষত।
হ্রদয়ে স্বপ্ন যত
প্রতিদিন ভেঙে যায় কত,
রাখেনি খবর কেউ
হয়েছি ব্যাথার সাগর
তীরে নেই তার ঢেউ।
এসেছে নতুন সময়
জানি সুখে আছ বেশ
আর এখানে আমার হয়না দিন
ব্যাথার রাত্রি হয়না শেষ।
এসেছে নতুন সময় তোমার
আছো তুমি ভালো,
আমার আকাশ,
নেঘে ঢাকা
পুরোটাই কালো।
২| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৬
ফাতিমা নিশাত বলেছেন: বেশ ভাল লাগলো পড়ে...
হ্যাপি নিউ ইয়ার।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
ুব গস বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৪
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর +
: শুভ নববর্ষ
আজিকায়
ভাল দিন বয়ে যাক
শুভকামনায় +