![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল ক্ষুধার আগে তোমার ক্ষুধায় ভরে মন সকল শক্তির আগে প্রেম তুমি তোমার আসন।
অমি ঢেউহীন সমুদ্র এক
কষ্টের বালু চরে
আছরে পরি
কত হাজার বছর
রাত্রি দিন,
অমি মেঘহীন আকাশ এক
ভালোবাসার রংধনু হয়
দীগন্তে বিলিন,
আমি শিরোনামহীন কবিতা এক
প্রেমভরা চোখে
কারো বিনিদ্র রাত,
আমি নাম জানা
পথিকের মত
অজানা পথে ক্লান্তিহীন ,
আমি হৃদয়হীন এক
প্রেমিক যেন
ভালোবেসে যাই পাথরের মত।
©somewhere in net ltd.