![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল ক্ষুধার আগে তোমার ক্ষুধায় ভরে মন সকল শক্তির আগে প্রেম তুমি তোমার আসন।
এক জন ভেজাল কাঁচামালের ব্যবসায়ীর পরকীয়া প্রেমের পত্র
প্রিয় আম্বিয়া, আমার ফরমালিন দেয়া ভালোবাসা নিও আশাকরি বউ এর মোবাইল কোর্ট এ ধরা না খাইলে আগামী ৬ মাস ভালোবাসা নষ্ট হইব না। তুমি তো জানো তোমার বাপ ভাইরে পটাইতে কত চেষ্টা করছি শেষে কারবাইড দিয়া পটাইয়া তুমারে পাইছি। ইদানিং লক্ষ করতাছি তোমার চেহারা দিন দিন কালা হইতাছে তাই তোমার জন্য ১কেজি ইউরিয়া পাঠাইলাম। আমি বর্তমানে কোল্ডস্টোরেজে আছি আশা করি ৫ বছরের মধ্যেই বাইর হমু সেই পরজন্ত বার্মার মফিয আর ইন্দিয়ার আবুল রে দিয়া কাম চালাও।
ইতি
পাইকারি কুদ্দুস
শাওন-১৪
©somewhere in net ltd.