![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল ক্ষুধার আগে তোমার ক্ষুধায় ভরে মন সকল শক্তির আগে প্রেম তুমি তোমার আসন।
তুমি কেমন আছ
কোথায় আছ?
হয়ত শীতের ঝরা পাতার মত
হয়ত বসন্তের অপেক্ষায়?
তোমার মাঝে কি রয়েছি আমি?
আমার হৃদয়ের উষ্ণতা?
নাকি শুধু দক্ষিণের শীতল বাতাস
আর ভোরের কুয়াশা
আজ দু চোখে তোমার?
এখনও কি তোমার আকাশ
অনেক নীল?
হয়ত বেদনার কালো মেঘ
ঝরায় সুখের বৃষ্টি?
তোমার স্বপ্ন গুলো এখনও কি
অপূর্ণ কারো অপেক্ষায়?
এখনও কি ভোরের আলো
ছুঁয়ে যায় নির্ঘুম তোমায়?
এখন কি হয় সেই সব তারাদের সাথে
তোমার কথা?
এক দিন যারা বুঝত তোমার ব্যথা
নাকি পৃথিবীর সকল ঘুম আজ তোমার চোখে
নিরব নিথর অনুভূতিহীন?
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৫ রাত ৩:০৩
বুরহানউদ্দীন শামস বলেছেন: মন ছুয়ে যাই..