![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত রাত ধরে ভুলে আছো তুমি,
কতদিন তুমি মনে করোনা আমায়।
এভাবে কতটা সময় চলে যাচ্ছে আমাদের,
আমাকে ছাড়া কতটা নির্মল বেঁচে আছো তুমি।
অথচ এইসব রাত এইসব দিন তোমাকে ভেবে,
কতবার একা কেঁদে উঠি নিজের মুখোমুখি।
কত কথা লিখে কেটে দেই কাঁপা কাঁপা হাতে,
অথচ তুমি একবারও জানতে চাওনা কিছু।।
.
২৭/০১/২০২২
২| ১৩ ই মার্চ, ২০২২ দুপুর ২:২৮
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।
৩| ১৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৯
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: আমি কোন মন্তব্যের উত্তর দিতে পারছিনা...!
বুঝতেছিনা কী সমস্যা...! ☹️
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০২২ রাত ১২:৫২
রাজীব নুর বলেছেন: হ্যাঁ এরকমই হয়।