নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হা...হা...হা...

http://www.facebook.com/Kobitar.Khata

হা...হা...হা...

ব্লগে সাহিত্য রচনা করি না, ব্লগরব্লগর করি। সুতরাং এই ব্লগারের লেখায় ভাষার মাধুর্য, শুদ্ধ বানানরীতি খুঁজতে গেলে হতাশ হবেন।

হা...হা...হা... › বিস্তারিত পোস্টঃ

ঝাড়ির নাম বাবাজি।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

বৌ এর মোবাইলে জিরো ব্যালেন্স। 50 টাকা পাঠানোর 20 মিনিট পর চেক করে দেখি 35 টাকা হাওয়া। অথচ কোন কল করা হয়নি। মাথা গেল নষ্ট হয়ে। দিলাম কাষ্টমার কেয়ারে কল। কল দিয়ে এটার জন্য এত চাপুন, ওটার জন্য অত চাপুন করে 2 মিনিট চাপাচাপির পর কাষ্টমার কেয়ার ম্যানেজারকে পাওয়া গেল।



- এয়ার টেল থেকে .... বলছি, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?

-- আমি কিছুক্ষণ আগে 50 টাকা রিচার্জ করেছি, এখন ব্যালেন্স মাত্র 15 টাকা। আমার টাকা গেল কই?

- দুঃখিত স্যার, একটু সময় দিন, চেক করে জানিয়ে দিচ্ছি।

-- ওকে...

কিছুক্ষণ পর...

- সময় দেয়ার জন্য ধন্যবাদ স্যার...

-- ওকে

-স্যার, আপনার নাম্বারে টক টু মি নামে একটি সার্ভিস চালু করা আছে, সেটার জন্য এই টাকা কাটা হয়েছে।

-- আপনারা ধান্ধাবাজি ব্যবসা শুরু করেছেন, তাই না? বিভিন্ন এসএমএস দিয়ে, বিভিন্ন কি তে চাপ পড়ে যাতে এমন সার্ভিস চালু হয় তেমন ধান্ধা শুরু করেছেন। আমি তো কোন সার্ভিস চালু করিনি, টাকা কাটবে কেন?

- দুঃখিত স্যার, আমি কি সার্ভিস টি বন্ধ করে দেব?

-- বন্ধ তো করবেনই, সেই সাথে টাকাও পেরত দেবেন।

-ওকে স্যার, আপনি যেহেতু বলছেন ইচ্ছে করে সার্ভিস চালু করেন নি সেহেতু এক ঘন্টার মধ্যে আপনার টাকা ফেরত যাবে।

--ওকে, ধন্যবাদ। (বলেই ঘ্যাচং করে লাইন কেটে দিলাম।)



20 মিনিট পর ব্যালেন্স চেক করে দেখি 59.10 পয়সা। ঝাড়ি খেয়ে 9.10 পয়সা বেশী দিয়ে দিয়েছে। রাম ঝাড়ি একেই বলে, ঝাড়ির নাম বাবাজি।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭

এম আর ইকবাল বলেছেন: হঠাৎ করে সব মানুষের মোবাইল থেকে ১ টাকা ২ টাকা করে কেটে নেয়, তা হলে ভাবুন তো কত টাকা মেরে দিলো ।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৩

হা...হা...হা... বলেছেন: এদেশের এখনও খুব কম মানুষ আছে যারা টাকা কেটে নিলেও ধরতে পারে। ধান্ধার জন্য আদর্শ দেশ।

২| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রবি’-তে কয়েকদিন আগে ইন্টারনেটে ঢুকলেই ৫ টাকা কেটে নিত। আবার কিছুক্ষণ পর দিয়ে দিত। এভাবে প্রতিবার ব্যালেন্স বাড়তো আবার কমতো। কিন্তু একবার হঠাৎ করে দেখি ২০ টাকা বেশী হয়ে গেছে। তারপর আর নেটে ঢুকলাম না। এখনো ঐ ২০ টাকা কমেনি!!

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৪

হা...হা...হা... বলেছেন: :)

৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪২

আকাশদেখি বলেছেন: মার বসেরও এমন হয়ছিল, উনিও আপনার মত করে জাড়ি দিয়া টাকা আনছে...

রবি গত তিন দিন যাবত ফ্রি ইন্টারনেট ব্যাবহার করতে দিল... মনের মাঝে মাধুরী মিশিয়ে ব্যাবহার করলাম... কিণ্তু কেন দিল কিছুই বুঝলাম না

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

হা...হা...হা... বলেছেন: ওরা এমনি এমনি কিছু দেয় না। ঘটনার ভিতর নিশ্চয় ঘটনা আছে।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৫

এহসান সাবির বলেছেন: তাহলে আমারও একটু ঝাড়ি দিতে হবে...

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

হা...হা...হা... বলেছেন: জোরসে দেবেন, কাজ হবে।

৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৯

প্রফেসর সাহেব বলেছেন: jarita arektu besi dile takatao budhoy arektu besi deto.

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

হা...হা...হা... বলেছেন: হ... মনে হয় ভুল করে ফেললাম। :(

৬| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩০

মাহমূদ হাসান বলেছেন: ঐ 9.10 পয়সা হয়ত আগে কেটেছিল, যেটা আপনার জানা নাই,
তবে অন্য কোম্পানী হলে টাকা ফেরত দিত কিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.