![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে সাহিত্য রচনা করি না, ব্লগরব্লগর করি। সুতরাং এই ব্লগারের লেখায় ভাষার মাধুর্য, শুদ্ধ বানানরীতি খুঁজতে গেলে হতাশ হবেন।
যদি ভালবাসা পাই আবার শুধরে নেব
জীবনের ভুলগুলি
যদি ভালবাসা পাই ব্যাপক দীর্ঘপথে
তুলে নেব ঝোলাঝুলি
যদি ভালবাসা পাই শীতের রাতের শেষে
মখমল দিন পাব
যদি ভালবাসা পাই পাহাড় ডিঙ্গাবো
আর সমুদ্র সাঁতরাবো
যদি ভালবাসা পাই আমার আকাশ হবে
দ্রুত শরতের নীল
যদি ভালবাসা পাই জীবনে আমিও পাব
মধ্য অন্তমিল।
আরো কবিতা https://m.facebook.com/Kobitar.Khata/
২| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৭
রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন
৩| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৯
আনু মোল্লাহ বলেছেন: এইটা আমার প্রিয় কবিতা গুলোর একটি।
৪| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৩:২৪
সোজোন বাদিয়া বলেছেন: কবিতাটি আবার পরিচিত করিয়ে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৫
বিজন রয় বলেছেন: আমি পছন্দ করি।