নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।

সজল বলছি

সজল বলছি › বিস্তারিত পোস্টঃ

চোরা কি ধর্মের কথা শুনবে?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৬

আস্তিক মানে হলো সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা। কোন একটি ধর্ম মেনে চলা। আর ধর্ম হলো একটি জীবন বিধান। সে যে ধর্মই হোকনা কেন। ধর্ম মানুষকে খারাপ ও ভালো চিনতে শিখায়। একটি নির্দিষ্ট পথে চলতে শিখায়। পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোন ধর্ম সৃষ্টি হয়নি যা মানুষকে খারাপ পথে পরিচালিত হওয়ার কথা বলে। কোন ধর্ম বলেনা তুমি মিথ্যাকথা বলো, অন্যের হক মেরে খাও, চুরি করো, ঘুষ খাও, ধর্ষণ করো। অর্থ্যাৎ প্রত্যেকটি মানুষ যদি তার নিজ নিজ ধর্মটা ঠিকঠাক পালন করতো তাহলে পৃথিবীতে কোন খারাপ কাজ হতোনা। আজকে এই পৃথিবীতে এতো খুনখুনি, হানাহানি, ধর্ষণ, দুর্নীতি সব কিছুর মূল কথা হলো নিজের ধর্ম ঠিক মতো পালন না করা।

নাস্তিক মানে হলো যে কোন ধর্মকে বিশ্বাস করেনা। সৃষ্টিকর্তা বলে কেউ আছে তা বিশ্বাস করেনা। অর্থ্যাৎ তার জীবন সে কি করে কাটাবে তার কোন সঠিক নিয়ম কানুন নাই। তারকাছে পাপ বলে কিছু নাই আবার পুণ্য বলেও কিছু নই। সে যে কোন কিছু করতে পারে। সে অনেক ভালো কাজ যেমন কোন কিছু পাওয়ার আশা না করে করতে পারে তেমনি অনেক খারাপ কাজ করলেও কোন অনুশোচনা হয়না। পৃথিবীতে যতো আইন তৈরি হয়েছে সব মানুষের জন্য হয়েছে । তেমনি প্রত্যাকটি ধর্মও একটি আইন। এ আইনে জীবন যাপন পদ্ধতি শিখানো হয়। কোনটা করা যাবে কোনটা করা যাবেনা তা মানুষ ধর্ম থেকেই শিখে। কিন্তু নাস্তিকেরা সেই আইনের বাহিরে। তারা যেকোন কাজ করতে পারে। অনেকটা পশুর মতো। মেয়ে, মা, বোন,খালা, ফুফু যে কারো সাথে শারীরিক সম্পর্ক করতে পারে র্নিদ্বিধায়। ঠিক পশুর মতো, রাস্তাঘাটে যেমন কুকুরদের শারীরিক সম্পর্ক করতে দেখা যায় ঠিক তেমন। কারণ তার কোন পাপ নাই। সে কোন গরিব লোকের শেষ সম্বলটুকু মেরে দিতে পারে। কারন তার কোন পাপ নাই। সে যে কাউকে খুন করতে পারে, কারণ তার কোন পাপ নাই।

একজন আস্তিক লোক কোন খারাপ কাজ করলে আরেকজন আস্তিক লোক তাকে শোধরানোর চেষ্টা করতে পারে। বলতে পারে তুমি এই কাজটি করলে কেন? জাননা এটা করলে পাপ হয়? কিন্তু একটি নাস্তিক খারাপ করলে তাকে কি বলে শোধরানো যাবে? তার যে কোন পাপ নাই।

এই পৃথিবীটাকে সুন্দর করতে হলো এই মুহুর্তে সবচে জরুরী প্রত্যেক মানুষ তার নিজ নিজ ধর্মকে সঠিক ভাবে মেনে চলা। সব মানুষ নাস্তিক হওয়া নয়। সব মানুষ যদি নাস্তিক হয়ে যায় তাহলে পৃথিবীর অবস্থা হবে ভয়াবহ। কারো কথা কেই শুনবেনা, কারো কথা কেউ মানবে না। সবাই তার নিজের মতো চলতে চাইবে। তখন কি হবে তা কখনো ভেবে দেখেছেন? তাই আসুন। আমরা ধর্মের বিপক্ষে প্রচারনা না চালিয়ে প্রত্যেক মানুষকে তার নিজ নিজ ধর্ম পালন করার জন্য অনুপ্রাণীত করি।

মন্তব্য ২৩ টি রেটিং +১০/-১৮

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১০

নিবিড় অভ্র বলেছেন: প্লিজ.......

Click This Link

মাইনাস চাই।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৬

নাজমুল। বলেছেন: লেখক কে ধন্যবাদ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩৮

সজল বলছি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫৬

অপ্রিয় কথা বলেছেন: গোলাম আজমের ছেলে চাচীর সাথে শারীরিক সম্পর্ক করেছিল।
সে কি নাস্তিক ছিল?

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৩১

সজল বলছি বলেছেন: ঘটনা হাছানি? হালায় নাস্তিক না হইলে এই কাম কেউ করে?

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:১৭

মনজুরুল হক বলেছেন: এই লিংকে কি ?

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫০

আরিফুর রহমান বলেছেন: নাস্তিক মানে হলো যে কোন ধর্মকে বিশ্বাস করেনা। সৃষ্টিকর্তা বলে কেউ আছে তা বিশ্বাস করেনা। "অর্থ্যাৎ" তার জীবন সে কি করে কাটাবে তার কোন সঠিক নিয়ম কানুন নাই।


ওহে গান্ডু, এই 'অর্থ্যাৎ' কি তুমার নিজেরাবিষ্কৃত, নাকি কেউ সোগা দিয়ে ঢুকিয়ে দিয়েছে?

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫৩

রাসেল ( ........) বলেছেন: ভাইয়ের কিঞ্চিৎ সমস্যা আছে মনে লয়, কারে লাড়তে লারে লাড়বো বুঝতারে নাই।

অপকর্ম করতে গিয়া আস্তিকগো কুন সম পিছিয়া পড়তে দেখছেন? বাংলাদেশ আর বৈদেশ কোন খানে তারা অপকর্মে পিছায়া আছে?

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫৬

স্বাধীন_০৮ বলেছেন: ""আরিফুর রহমান বলেছেন: নাস্তিক মানে হলো যে কোন ধর্মকে বিশ্বাস করেনা। সৃষ্টিকর্তা বলে কেউ আছে তা বিশ্বাস করেনা। "অর্থ্যাৎ" তার জীবন সে কি করে কাটাবে তার কোন সঠিক নিয়ম কানুন নাই।


ওহে গান্ডু, এই 'অর্থ্যাৎ' কি তুমার নিজেরাবিষ্কৃত, নাকি কেউ সোগা দিয়ে ঢুকিয়ে দিয়েছে?""

তুমি মিয়া বহুত পচা লোক।যেইখানে যাই সেই খানে দেখি তুমি ঝগড়া কর।

যাও তোমারে মাইনাস দিলাম।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:০২

শয়তান বলেছেন: সামহ্যয়ারগটছাগু

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:০৮

আরিফুর রহমান বলেছেন: স্বাধীন, তুমি কয়দিনের বৈরাগি?

অফ যাইতে কইছি না?

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১১

প্রশ্নোত্তর বলেছেন:

হায় হায় এরুম মাল মিস করছিলাম কেমতে!

ভাই হোগায় কি গুড়া কিরমি বাসা বানসে?

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১৮

স্বাধীন_০৮ বলেছেন: ""comment by: আরিফুর রহমান বলেছেন: স্বাধীন, তুমি কয়দিনের বৈরাগি?

অফ যাইতে কইছি না?""

হা হা আপনে কি বৈরাগি নাকি।

আমি না।

হুদাই কেচাল করেন।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৪৮

ওবায়েদ বলেছেন: চমৎকার লিখেছেন, +....

আপনি যা লিখেছেন, তার বাস্তব চিত্র মন্তব্য গুলোতেই দেখতে পাচ্ছেন। নাস্তিকরা গালি কিংবা যে কোন খারপ কাজ করতে একটুও চিন্তা করে না।

আস্তিকদের কেউ কেউ খারাপ কাজ করলেও, মনের মধ্যে একটা ভয় কাজ করে। কিন্তু নাস্তিকদের তা করে না। নাস্তিকরা চায়, দলে দলে সবাই, সকল দেশের মানুষ নাস্তিক হয়ে যাক, আর মানুষ খারাপ কাজ করার শক্তি সঞ্চার করুক!!!!

০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১০

সজল বলছি বলেছেন: আস্তিকদের কেউ কেউ খারাপ কাজ করলেও, মনের মধ্যে একটা ভয় কাজ করে। কিন্তু নাস্তিকদের তা করে না। নাস্তিকরা চায়, দলে দলে সবাই, সকল দেশের মানুষ নাস্তিক হয়ে যাক, আর মানুষ খারাপ কাজ করার শক্তি সঞ্চার করুক!!!!

ঠিক কইছেন। আমি নাস্তিক গুলার ভাষা দেখছেন কেমন? ওগো প্রশ্নে কি জবাব দিমু কন?

সব নাস্তিকে মাইনাচচচচচচ

১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৫২

বন্ধনহীন বলেছেন:

সব মানুষ যদি নাস্তিক হয়ে যায় তাহলে পৃথিবীর অবস্থা হবে ভয়াবহ

আমি নাস্তিক নই। কিন্তু কিভাবে পৃথিবীর অবস্থা ভয়াবহ হবে, মাথায় ঢুকছে না??।

ব্যাখ্যা পেলে খুব খুশি হব।

০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১১

সজল বলছি বলেছেন: কারো কথা কেই শুনবেনা, কারো কথা কেউ মানবে না। সবাই তার নিজের মতো চলতে চাইবে। তখন কি হবে তা কখনো ভেবে দেখেছেন?

১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৪১

বন্ধনহীন বলেছেন: আপনার ব্যাখ্যা মনঃপুত হলো না। আপনি যা বললেন, তার কোন ভিত্তি আছে?

চীন ও রাশিয়ায় ধর্মহীনদের সংখ্যা বেশী। কিন্তু এসব দেশে নেতা মেনে চলার প্রবণতা অনেক আস্তিক লোকদের চেয়েও বেশী।

দেখুন, চীন বা পশ্চিমা দেশগুলো পৃথিবীর অন্যতম কম অপরাধপ্রবণ দেশ। তার কারণ মানুষ দেশের আইন-কানুন মেনে চলতে হয়।

বিশৃংখলার সাথে বিশ্বাসের কোন সম্পর্ক নেই।

১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫৯

হাসিব মাহমুদ বলেছেন: ভাইসাহেব মাথা ঝাকাইলে কি ঝনঝন আওয়াজ পান ?

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২২

অন্তরাল বলেছেন: সমস্যা হচ্ছে যিনি পোষ্টটা লিখেছেন তার নাস্তিক-আস্তিক কোনো বিষয়েই কোনো ধারনা নেই। সে একটা কয়া দিছে। আর তা নিয়ে ভাগ হয়ে গেল নাস্তিক-আস্তিক।
এসব অশিক্ষিত কান্ডজ্ঞানহীন পোষ্ট না দিয়ে বরং আগে নিজে জানেন তারপর পোষ্ট দিয়েন। আর যারা এসব ছাগুদের পোষ্টে মত দেন তাদের বলব, এত অল্পতে কে নাস্তিক-আস্তিক ঠিক করে ফেলেন না। আমি বাজী ধরে বলতে পারি নাস্তিক-আস্তিক বিষয়ে একটা বইও এই ছাগু পড়েনি।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:১৮

সজল বলছি বলেছেন: তুমি বাপু বহুত জ্ঞানী মানুষ। বহুত পড়ালেখা করা লোক। তুমি কিছু কও, আমার মতো অশিক্ষিতরা তোমার লেখা পড়ে যদি জ্ঞানী হতে পারি.....

১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৮

পাপী বলেছেন: নাস্তিকদের কোন পাপ নেই, কঠিন যুক্তি।

১৯| ০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮

খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন:
3rd grade Vodai.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.