নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘের ভালোবাসা বৃষ্টি

জীবনের কথাগুলো শেয়ারের জন্যে এই ছোট্ট শেয়ার বক্সটা যথেষ্ট নয়। কিন্তু আমি এতই সাধারণ যে এর বেশি করার ক্ষমতাও নাই।।।।। এই ছোট্ট সময়েই বুঝে গেছি স্রষ্টার কাছে কিছু চাওয়া ঠিক না। সারাজীবনে আমি তার কাছে কিছুই চাইনি হাত জোড় করে। কিন্তু গত কিছু দিনে রেগুলার হাত জোড় করে প্রার্থনা করে গেছি, তাও আমার জন্যে না। আমার বাবার জন্যে। আমায় ঘিরে যে স্বপ্ন দেখেছেন সেগুলো পূরণ করতেই হাত পেতে ছিলাম স্রষ্টার দ্বারে। কিন্তু তিনি আমার কপাল এতটাই যে খারাপ বানিয়েছেন সেটা তো আর আগে বুঝি নি। বাবা বলত তুই বড় কিছু একটা কর, নিজের জন্যে কিছু কর, তোর মায়ের জন্যে কিছু কর। কিছু কর যাতে সমাজে মাথা উচু করে নিজের নামটা বলতে পারিস। চাকুরি স্বপ্নটাও তারই দেখানো। শেষ মুহুর্তে এসে এভাবে তার করুণ মুখ দেখব এটা ছিল আমার কল্পনার বাইরে।। ভেবেছিলাম রেজাল্ট নিয়ে বাড়ি গিয়ে সারপ্রাইজ দেব। কিন্তু সবার যে সব আশা পূরণ হয় না।।।

মেঘের ভালোবাসা বৃষ্টি › বিস্তারিত পোস্টঃ

♥♥ তোমার ভালবাসা ছাড়া আমি বাঁচব না ♥♥

০৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪০

♥একটি ছেলে এবং একটি মেয়ে সিনেমা দেখেব ছেলেটি গাড়ি চালাচ্ছিল আর মেয়েটি তারপাশে নীরব বসে ছিলো। মেয়েটিকে নীরব বসে থাকতে দেখে সে আন্দাজ করতে পেরেছিল কিছু হয়েছে, এছাড়া বেশ কিছুদিন যাবত মেয়েটি কেমন যেন একটু অন্যরকম আচরণ করছে। হঠাৎ মেয়েটি সেই নীরবতা ভেঙ্গে বলল আমি এখন আর তোমাকে ভালবাসি না।। আমি অনেক ভেবে দেখেছি আমাদের আলাদা হয়ে যাওয়াই উচিত হবে। "কথাগুলো শুনে ছেলেটি কিছুক্ষণ স্তব্ধহয়ে ছিল, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পরল। কিছুক্ষণ পর সে পকেট থেকে একটা চিরকুট বের করে মেয়েটির হাতে ধরিয়ে দিল। ঠিক তখনি একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটির দিকে ছুটে আসতে লাগলো। ছেলেটি ট্রাকটিকে তাদের দিকে আসতে দেখে তৎক্ষণাৎ গাড়িটি ঘুরিয়ে নিল, যার ফলে ট্রাকটি সোজা চালকের বসার স্থানটিতে আঘাত করল। ছেলেটি তার ভালবাসার মানুষটিকে বাঁচানোর একটা ক্ষীণ চেষ্টা করল। হয়তো তার এই চেষ্টায় সৃষ্টিকর্তাও মুগ্ধ হয়ে গেলেন ! তাইতো আশ্চর্যভাবে মেয়েটি বেঁচে গেলো। এত ভয়াবহ দুর্ঘটনার পরও মেয়েটি অবাক বিস্ময়ে ছেলেটির রক্তাক্ত মৃত-দেহটির পাশে বসে ছেলেটির দেয়া চিরকুটটি পড়ল। তাতে লেখা ছিল.....................................................?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.