নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

রামপাল

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮







মায়ের নোলক বিকিয়ে দিয়ে ...

আলোর সন্ধানে সে কোন নরাধম?

ওরে এটা যে আলো নয়, আলেয়ার হাতছানি

চিত্রা হরিনের শয্যায় দাঁতাল শুয়োরের সংগম !



সুন্দরী গরানের দেশ পুড়ে হবে ছারখার

তাই দেখে হাসবি তুই, ওরে জানোয়ার !



আমি বলি, জ্বলবে চিতা,

জ্বলবে রামপাল

কয়লা নয়, ঘৃণার অনলে

পুড়বে সেথা নির্লজ্জ সব দালাল।





ছবি সৌজন্যে: ত্রিশনকু মল্লিক ভাই

মন্তব্য ৫১ টি রেটিং +২/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন:

আমি বলি জ্বলবে চিতা, জ্বলবে রামপাল
কয়লা নয়, পুড়বে সেথা নির্লজ্জ সব দালাল।

++++++++++++++++++++++++++

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

নেক্সাস বলেছেন: আমি বলি, জ্বলবে চিতা,
জ্বলবে রামপাল
কয়লা নয়, ঘৃনার অনলে
পুড়বে সেথা নির্লজ্জ সব দালাল।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

শায়মা বলেছেন: অনেক সুন্দর!!!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

নেক্সাস বলেছেন: Thnx syma for your coment

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

ইমরাজ কবির মুন বলেছেন:
পাওয়ারফুল হৈসে ||

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: পুড়ে জাক পুড়ে জাক পুড়ে খাক হয়ে জাক দালালের দল!!!! ++++++++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আদনান শাহ্‌িরয়ার

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: দূর হোক দালালের দল।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় শঙ্কু ভাই

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০

সায়েম মুন বলেছেন: আমি বলি, জ্বলবে চিতা,
জ্বলবে রামপাল
কয়লা নয়, ঘৃণার অনলে
পুড়বে সেথা নির্লজ্জ সব দালাল।
---ক্ষোভের কথা ফুটে উঠলো কবিতায়। আমারও সেইম কথা!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ সায়েম ভাই। দ্রোহের আগুনে পুড়ে যাক দালালের আলখাল্লা।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯

মামুন রশিদ বলেছেন: কয়লা নয়, ঘৃণার অনলে
পুড়বে সেথা নির্লজ্জ সব দালাল।


২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা মামুন ভাই

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শেষ সময়ে হলেও এমন বিধ্বংসী সিদ্ধান্ত থেকে সরুক সরকার।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৬

নেক্সাস বলেছেন: বিধ্বংসী সিদ্ধান্ত থেকে সরুক সরকার এবং ভবিষ্যতের কোন সরকারও যেন এমন কোন বিধ্বংসী সিদ্ধান্ত না নেয়।

ধন্যবাদ কবি।

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একি!!!!!!!!!!!!!! আপনার পোষ্ট নির্বাচিত!!! বলেন কি!!! :-B :-B :P :P :P :P :P (একটু মশকরার করলাম ভাই, চেইতা আবার প্রেসার বাড়ায়েন না)

কয়লা নয়, ঘৃণার অনলে
পুড়বে সেথা নির্লজ্জ সব দালাল।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

নেক্সাস বলেছেন: হাহাহাহাহা বাহ! সুন্দর কমেন্ট। ভাই আপনি জ্ঞানী মানুষ। জ্ঞানী মানুষদের সাথে যুক্তির যুদ্ধ যেমন চলেনা তেমনি তাদের সাথে টিকা টিপ্পনিতেও কেঊ পারেনা। :p


পোষ্ট নির্বাচিত পাতায় নেওয়া বা নেওয়া সেটাতো আপনাদের ইচ্ছা কিংবা কৃপা। সে ইচ্ছা বা কৃপা বিতরণের অভ্যাস কতটা যৌক্তিক সেটাই অনেকের প্রশ্ন ! ধুর ছাই আবার সে মা মরা যুক্তির কথা।

আমিও ভাই মশকরা করলাম। মনে মনে চেইতা আবার স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে যাইয়েন না। জানেনতো বিরোধী দলের রাজনীতি করি। সরকার বাহাদুরের দমন নীতিরে বড় ডরাই :p :p :p :p



মন্তব্য করার জন্য আন্তরীক ধন্যবাদ

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আমি বলি, জ্বলবে চিতা,
জ্বলবে রামপাল
কয়লা নয়, ঘৃণার অনলে
পুড়বে সেথা নির্লজ্জ সব দালাল।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ অভি ভাই। সবসময় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:২৯

শ্যামল জাহির বলেছেন: 'রামপাল' কবিতার মিছিলে আছি আমিও!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ জাহির ভাই। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদীনি

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি বলি, জ্বলবে চিতা,
জ্বলবে রামপাল
কয়লা নয়, ঘৃণার অনলে
পুড়বে সেথা নির্লজ্জ সব দালাল।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই সময় করে পড়ে মন্তব্য করার জন্য

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই সময় করে পড়ে মন্তব্য করার জন্য

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: আমি বলি, জ্বলবে চিতা,
জ্বলবে রামপাল
কয়লা নয়, ঘৃণার অনলে
পুড়বে সেথা নির্লজ্জ সব দালাল।সুন্দর

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৫

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই। কেমন আছেন। সামুতে ঢুকতে না পারার কারনে উত্তর দিতে দিরী হয়ে গিয়েছে

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: কবিতায় ++

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই। সামুতে ঢুকতে না পারায় রিপ্লাই লেট।

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪

আমি অপদার্থ বলেছেন: আমি বলি, জ্বলবে চিতা,
জ্বলবে রামপাল
কয়লা নয়, ঘৃণার অনলে
পুড়বে সেথা নির্লজ্জ সব দালাল।

সহমত।

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার ভালো লাগার সাথে সাথে সকল রাষ্ট্র বিরোধী অপকর্মের বিরুদ্ধে সকলের অবস্থান দৃঢ হোক।

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০০

রাধাচূড়া ফুল বলেছেন: আমি বলি, জ্বলবে চিতা,
জ্বলবে রামপাল
কয়লা নয়, ঘৃণার অনলে
পুড়বে সেথা নির্লজ্জ সব দালাল।


দারুন লিখছেন ভাই।

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ রাধাচুড়া। সহমতের সাথে সাথে রামপাল ইস্যুতে সহবস্থান অটুট থাকুক

১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

অদৃশ্য বলেছেন:





______ দুর্দান্ত ______ ও ______ অনন্য সাধারন ______




প্রকৃত সত্য প্রকাশে আমরা কখনোই ভীত না হই... আমাদের দ্রোহের আগুনেই ওরা পুড়ে খাঁক হয়ে যাক...


প্রিয় নেক্সাসের জন্য
শুভকামনা...

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।


প্রকৃত সত্য প্রকাশে আমরা কখনোই ভীত না হই... আমাদের দ্রোহের আগুনেই ওরা পুড়ে খাঁক হয়ে যাক...

১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪

জুন বলেছেন: নেক্সাস আজকের প্রয়োজনে আর বিলাসিতার জন্য কিম্বা আরো কিছু উপকারের আশায় যদি এই বিদ্যুত কেন্দ্রটি হয়েই যায় তাহলে আমি নিশ্চিত যে ভবিষ্যত প্রজন্ম আমাদের দায়ী করবে এই কান্ডজ্ঞ্যানহীন প্রকল্পটি বাস্তবায়িত করার জন্য।সুন্দরবনের উপকারিতা থেকে তাদের বঞ্চিত করার জন্য।তারা বলবে' বিদ্যুতের তো বিকল্প ছিল, কিন্ত সুন্দরবনের তো কোন বিকল্প ছিলনা'?
পারবো কি আমরা এ দায় থেকে মুক্তি পেতে ?
নীচে এই বিষয়ে আমার স্বামীর লেখা পোষ্ট এর লিঙ্ক দিলাম।
+


Click This Link

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৮

নেক্সাস বলেছেন: হুম জুনপা অনেক সুন্দর করে বলেছেন।

তারা বলবে' বিদ্যুতের তো বিকল্প ছিল, কিন্ত সুন্দরবনের তো কোন বিকল্প ছিলনা'?
পারবো কি আমরা এ দায় থেকে মুক্তি পেতে ?


আমরা রুখে দাঁড়ালে কোন আগ্রাসী শক্তি এবং তাদের এদেশীয় দালালেরা আমাদের সম্পদ নিয়ে চিনিমিনি খেলতে পারবেনা।

ভাইয়ার লিখা পড়েছি।

সামু লগইন সমস্যার কারনে উত্তর দিতে দেরী হল।

১৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

টুম্পা মনি বলেছেন: যদি লেখার মান নিয়ে বলি অন্যবদ্য এক সৃষ্টি।

আর যদি প্রতিবাদ নিয়ে বলি সেটিও যথার্থ হয়েছে। সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ একটি কবিতা।

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০১

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ টুম্পা মনি। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

আসুন আমরা সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই

২০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: যথার্থ কাব্য প্রতিবাদ!

“যদি থাকে সুন্দর মন
এসো বাঁচাও সুন্দরবন।”

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৭

নেক্সাস বলেছেন: “যদি থাকে সুন্দর মন
এসো বাঁচাও সুন্দরবন।”


শ্লোগানে মুখরিত সময়ে নিপাত যাক আগ্রাসী দানব

২১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতাটি, কবিতারও অধিক;
দ্রোহের সমানুপাতিক................

আমি বলি, জ্বলবে চিতা,
জ্বলবে রামপাল
কয়লা নয়, ঘৃণার অনলে
পুড়বে সেথা নির্লজ্জ সব দালাল।

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৯

নেক্সাস বলেছেন: প্রিয় কবি আপনাকে ধন্যবাদ । আপনার কবিতা ভাল লেগেছে জেনে আমি আপ্লুত।

২২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

হাসান মাহবুব বলেছেন: দালালরা কখনও পোড়ে না। তারাই দাঁত বের করে হাসে। এবারও মনে হচ্ছে শেষ হাসি তাদেরই হবে।

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ হাসান ভাই সুন্দর কমেন্ট করার জন্য।

না ভাই আমরা সবাই জেগে থাকলে দালালেরা আর আমাদের চিত্রল হরিণ শিকার করে নিয়ে যেতে পারবেনা। ১৯৭১ পারেনি। আজ কেন পারবে?

২৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

নুর ফ্য়জুর রেজা বলেছেন: কয়লা নয়, ঘৃণার অনলে
পুড়বে সেথা নির্লজ্জ সব দালাল।
+++++

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৪

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ নয়র ভাই। কেমন আছেন? অনেকদিন পর দেখলাম

২৪| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ২:৪৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আমি বলি, জ্বলবে চিতা,
জ্বলবে রামপাল
কয়লা নয়, ঘৃণার অনলে
পুড়বে সেথা নির্লজ্জ সব দালাল।



অপেক্ষায় আছি!

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

নেক্সাস বলেছেন: ডাচম্যান অনেকদিন পরে আমার বাড়ি।

দালালের চিতা জ্বলবেই জ্বলবে।

শুধু বুলন্দ আওয়াজে বিপ্লবে পাশে থাকুন

২৫| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৩

শাহেদ খান বলেছেন: কবি প্রশ্ন রেখেছিলেন, 'আর কতবার দেখতে হবে খান্ডবদাহন?'

চিরকালের প্রশ্ন।

আপনার কবিতার তীব্রতায়ও +

শুভেচ্ছা।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:০৬

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করে উজ্জিবীত করার জন্য কবি শাহেদ খান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.