নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

কমদামী মোবাইল যারা ইউজ করেন আওয়াজ দেন ( সাময়িক)

১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৯

মোবাইল নষ্ট হয়ে গেছে। ১০/১২/১৫ মধ্যে একটা সেট কেউ সাজেষ্ট করেন। HUAWEI< SAMSUNG< LUMIA তুলনামুলক কোনটা ভাল? জানা থাকলে আওয়াজ দেন, কাউরে শুভ নববর্ষ কইবার পারতেছিনা মোবাইলের লাইগ্গ্যা

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৪

বিজন রয় বলেছেন: আমি আছি।
৮০০ টাকা।

২| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৮

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি পার্সোনালি মনে করি ওয়ালটন/সিম্ফোনি।
কমদামীর মধ্যে ব্র্যান্ড নিতে গেলে ব্যাটারী কম পাওয়ারফুল হয়।
* বাজেট কত?

১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৯

নেক্সাস বলেছেন: সিম্পনির কথা আর কইয়েন না ভাই। বাজেট তো বলছি ১২/১৩/১৫ হাজার

৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৮

ইমরাজ কবির মুন বলেছেন:
১ম বার খেয়াল করিনাই!
বাজেট ১৫ হলে আর ২ বাড়ায়ে স্যামসাং জে৫ নেন ||

১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১০

নেক্সাস বলেছেন: জে ৭ পাচ্ছি ১৫ মধ্যে। কিন্তু মোটা। সমস্যা হচ্ছে। মুন ভাই হুয়াউই বিষয়ে আপনার কোন ধারনা

৪| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৯

কাজী নজরুলের ছাত্র বলেছেন: লেনেভো!!

৫| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৩

ইমরাজ কবির মুন বলেছেন:
জে৭ ওয়ারেন্টি ছাড়া?
হুয়াউই আইডিয়া নাই ভাইয়া ||

১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৫

নেক্সাস বলেছেন: এটা আমার জানা একটা গ্রুপ ট্যাক্স ছাড়া আনে। কিভাবে কিভাবে যেন। ওদের কাছ থেকেই নেওয়া যায়।

৬| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৪

ইমরাজ কবির মুন বলেছেন:
* জে৭ মোটা কৈ? আমি ইউজ করি। স্লিক & স্লিমই তো লাগে ||

৭| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫০

রিফাত_হাসান বলেছেন: কমদামী মোবাইল যারা ব্যবহার করছেন তাদের কাছ থেকে আওয়াজ নিবেন কিন্তু আপনার বাজেট তো ১০/১২/১৫ হাজার। ব্যাপারটা ঠিক বুঝলাম না। :|

যাই হোক নববর্ষের শুভেচ্ছা। :#)

১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৭

নেক্সাস বলেছেন: ১০/১৫/ হাজার দিয়েতো ভাই কমদামী মোবাইলই পাওয়া যায়। লোকেরা ইউজ করে ৩০/৪৫/৬০

৮| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন: ১২,১৫ হাজার টাকা দিয়ে কমদামী মোবাইল পাওয়া যাবে না, বাজেট আরো বাড়াতে হবে !!


মোবাইল নিয়ে ধারণা আমার খুবই কম। তবে লোক মুখে শুনেছি, HUAWEI, OPPO ভাল করছে ।

১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৬

নেক্সাস বলেছেন: বাজেট আর বাড়ানো যাবেনা- ।আমি ছাপোষা কেরানী ভাই।

৯| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০১

কথাকথিকেথিকথন বলেছেন: আমি কিন্তু ১২, ১৫ কে অনেক টাকা মনে করেছিলাম ! তাই এই কথা বলেছি ! হা হা

১০| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৪

আরজু পনি বলেছেন:

আপনি যেই বাজেট দিলেন সেটা যদি কমদামী হয়, তাইলে আমি ফইন্নিরও ফইন্নি #:-S

আমার কল করার জন্যে যেই সেট সেটা আরো কম দামের B-))

তাইলে বলেন আমি আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর কেমনে দিমু?

তাও পোস্টে ঢুকলাম দামী ফোনগুলার নাম দেখতে B-)

আপনি এটাকে সাময়িক পোস্ট না রেখে পারমানেন্টও রাখতে পারেন...তাতে অনেকেই নয়া ফোন কিনতে এখান থেকে সাজেশান পেতে পারবে। অবশ্য আপনার ইচ্ছে...


নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল, প্রিয় নেক্সাস।

১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২০

নেক্সাস বলেছেন: হায় অন্য পোষ্টে পাইনা, সাময়িক পোষ্টে দেখি পনিপা হাজিরা দেয়। শুভ নববর্ষ আপনাকেও।

আরে দুর আমি ট্যাহা লোন করছি। আর এই পোষ্টে কেউ উপকৃত হবেনা। কেউ তথ্য জানাতে ইচ্ছুক না। ক্যাঁচাল ছাইড়া দেন, দেখবেন ব্লগারদের মেলা টাইম ক্যাঁচাল করার জন্য।

১১| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৭

আরজু পনি বলেছেন:

ইয়া মাবুদ !

আমি যে কোন পোস্টে যাই আর কোন পোস্টে যাই না তাই তো জানিনা :|

অনুসারিত পাতা খুলে দেখি আপনার পোস্ট...তাই ঢু দিলাম ।

আচ্ছা দেখি, আজকে আপনারে জ্বালাইয়া পুইরা অঙ্গার কইরা ফালামু...দেখি আপনার শেষ কয়টা পোস্টে কমেন্ট করিনাই...সবগুলাতে যাচ্ছি...

হাহাহাহা

তবে এটা ঠিক...পাবলিক ক্যাচাল ভালু পায় :P =p~

১২| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩২

গেম চেঞ্জার বলেছেন: মুপাইল নিয়া তো আইড্যু কম। তাই কিসসু বলি নাই। :| :||

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৪

তাসলিমা আক্তার বলেছেন: এরমধ্যেই যদি না কিনে ফেলে থাকেন তাহলে সাজেস্ট করবো, স্যামসাং গ্রান্ড প্রাইম। সারে চৌদ্দ দাম। সম্ভবত সাথে গিফট ভাউচার আছে দের হাজারের। গ্যালাক্সি গ্রান্ডের মতই পারফরমেন্স।

১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

নেক্সাস বলেছেন: কিনে ফেলেছি ভাই। ধন্যবাদ। আগে জানালে আমার ৬০০০ টাকা বাঁচতো।

১৪| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১০

রঙ তুলি ক্যানভাস বলেছেন: শখ করে একবারই একটা ভাল মোবাইল কিনছিলাম, চোখের সামনেই চোর যে কেমনে গুম কইরা নিয়ে গেল সেটা /:) তারপর থেকে আর সখ নাই মোবাইল গুতানোর,খালি কথা বলার জন্য ২্হাজার টাকার একটা সেট ব্যবহার করছি,১দিন চার্জে ৪দিন চলে মিনিমাম B-) তবে নতুন অফিস থেকে একটা সেট পাইলাম,এতদিন ব্যবহার হয়নি তেমন টুকটাক কথা বলা ছাড়া,আজই ব্লগ ব্যবহার করছি এটা থেকে,আরো কিছুদিন ব্যবহার করলে হয়ত সাজেসন দিতে পারতাম,তবে শুনেছি স্যামসাং জে আর এ সিরিজের মোবাইলগুলো নাকি ভালই,বাজেটের সাথে কনফিগারেশন মিলিয়ে যেটা মিলে যায় নিয়ে দেখতে পারেন।

১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

নেক্সাস বলেছেন: হুম কিনেছি একটা জে৭। দেখা যাক। আমার সমস্য হল মোবাইল হারিয়ে যায় নাহয় হাত থেকে পড়ে যায়।

যাই হোক আপনি অনেক অনেক অনেকদিন পরে এলেন আমার ব্লগে। আছেন কেমন?

১৫| ১৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:১৫

সাগর মাঝি বলেছেন: Huawei-Y560-U02 নিতে পারেন।

১৬| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৩

রঙ তুলি ক্যানভাস বলেছেন: আমারও হাত থেকে মোবাইল শুধু পড়ে যায় /:)
আমিতো ব্লগেই আসতাম না,কিছুদিন হল আসা হচ্ছে আবার ডুব দিবো যখন মন চাইবে....,জীবন চলে যাচ্ছে ভাল মন্দ মিলিয়ে......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.