নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লাহ আমাদেরকে বিপদ দেন - আবার আল্লাহই আমাদেরকে বিপদ থেকে উদ্বার করেন । তাই বিপদে পড়লে বা সমস্যায় পড়লে আমাদের প্রথমেই আল্লাহর কাছে সাহা্য্য চাওয়া উচিত । যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ সাধারণতঃ তাদের নিরাশ করেন না - যদি আল্লাহর অন্য কোন ইচ্ছা না থাকে । এমন অনেক বাস্তব কাহিনী আছে যে- যে মানুষ সব কিছুর থেকে মুখ ফিরিয়ে শুধু তার স্রষ্টাকে ডাকে- স্রষ্টা তখন তার ডাকে সাড়া দেন ।
তিনি আমাদের স্রষ্টা - তিনি সব কিছুর মালিক । তিনি যা ইচ্ছা তাই করার ক্ষমতা রাখেন । তিনি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন - কারণ সব কিছুর স্রষ্টা তিনি । কিন্তু তিনি অত্যন্ত দয়ালু ও মেহেরবান । তাই যারা আল্লাহকে ডাকে তিনি তাদের ডাকে সাড়া দেন । আমরা যদি ধৈর্য্য ও বিনয়ের সাথে আল্লাহকে ডাকি - তিনি সাড়া দেন । মানুষকে আল্লাহর বানানোর অন্যতম উদ্দেশ্যই হলো- তিনি মানুষকে বিপদে ফেলবেন আর তিনি চান মানুষ তাকে ডাকুক । এমন সৃষ্টির তো আল্লাহর প্রয়োজন নেই - যারা আল্লাহকে ডাকেনা । আবার তিনি সব সময় আমাদের ডাকে সাড়া দিবেন এমনটা ভাবাও ঠিক না । তবে এই দুনিয়াতে সাড়া না দিলেও যারা আল্লাহকে ডাকে তিনি তাদের মৃত্যুর পরের জীবনে এর জবাব দিয়ে দিবেন যে বান্দা তুমি আমাকে ডেকে ছিলে - আমি তোমার ডাকে সাড়া দিই নাই- তার বিনিময়ে আজ তোমাকে তুমি দুনিয়াতে যা চেয়েছিলে তার থেকেও উত্তম জিনিষ দিলাম ।
আমাদের চোখের সামনে আমদের অনেক আত্নীয়-স্বজন দুনিয়া ছেড়ে চলে গেছেন- আমরাও চলে যাব । সবাইকে চলে যেতে হবে - এই দুনিয়া কোন থাকার জায়গা নয়- এটা ক্ষণস্হায়ী আবাস । তাই এর মায়ায় না পড়ে বরং এটাকে যারা ক্ষণস্হায়ী আবাস মনে করে - যিনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন তার কথা মনে রেখে সেইভাবে জীবন -যাপন করেন- তারাই প্রকৃত সফলকাম ।
©somewhere in net ltd.