নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের প্রতি হতাশ !

সাত সাগেরর মাঝি

কিছুনা

সাত সাগেরর মাঝি › বিস্তারিত পোস্টঃ

bdnews24 এর কালো সাংবাদিকটা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২

বাংলাদেশ এ এখন কোনও পত্রিকা বা অনলাইন news সাইট কে আর বিশ্বাস করতে পারি না । banglanews তো কদিন আগেই ভুয়া নিউ৛ দিল somewhere ব্লগ নিয়ে ।

ফেসবুক এ তাদের সাইট এ সংবাদ শিরোনাম করা হয়েছে ময়মনসিংহে গণজাগরণ মঞ্চের কাছে বোমাবাজি দেখে মনে হবে শিবির বোমাবাজি করেছে । এমনকি এক গাধী তো খবর না পরে কমেন্ট লিখেছে ।







ভিতর এর সংবাদ টি নিচের মত ।



শিরোনাম "ময়মনসিংহে গণজাগরণ মঞ্চের পাশে বোমা ফাটিয়ে ডাকাতি"



পুরো তুলে দিলাম :



শহরের গাঙিনার পাড় এলাকায় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে অনুষ্ঠান চলাকালে সোমবার রাত সাড়ে ৮টার দিকে পরপর অন্তত ২০টি হাতবোমার বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।



জামায়াত-শিবির এই হামলা চালিয়েছে সন্দেহ করে উত্তেজিত জনতা এরপর বিস্ফোরণস্থলের দিকে ছুটে যায়। এরপর ইসলামী ব্যাংক কার্যালয়ে এটিএম বুথ ভাংচুর, ব্রহ্মপল্লীতে ইসলামী ছাত্রশিবিরের মেসে ভাংচুর ও অগ্নিসংযোগ হয়।



ময়মনসিংহের পুলিশ সুপার মইনুল হোসেন সাংবাদিকদের বলেন, “একটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। একই সময়ে পাশে দুর্গাবাড়ি রোডে চলছিল রাজাকারের ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি। এ কারণে এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।”



যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ঢাকার শাহবাগে আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে ময়মনসিংহেও ‘জাগো ময়মনসিংহ’ ব্যানারে কর্মসূচি চলছে।



এদিকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল এবং আটক শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে সারাদেশে মঙ্গলবার জামায়াতের কর্মসূচি চলছে।



জামায়াতের কর্মসূচি নিয়ে উত্তেজনা থাকায় ওই বিস্ফোরণ শিবিরের ছিল বলে সন্দেহ করে অনুষ্ঠানে সমবেতরা।



তাই বিস্ফোরণের শব্দে সবাই সেদিকে ছুটে যায় এবং এর পরপরই কয়েকটি স্থানে ভাংচুর চালানো হয়।



ইসলামী ব্যাংক ও রেটিনা কোচিং সেন্টারের পাশাপাশি সারদা ঘোষ রোডে স্বদেশ হাসপাতালেও ভাংচুর চালানো হয়।



ডাকাতরা একটি গহনার দোকানে ডাকাতির পর যাওয়ার সময় আতঙ্ক ছড়াতে কয়েকটি বোমা ফাটায় বলে পুলিশ জানায়।



হাতবোমার বিস্ফোরণে অন্তত পাঁচ জন পথচারী আহত হন।



প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, জাগরণমঞ্চে সমবেতরা ধাওয়া করলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।



গাঙ্গিনারপাড় এলাকার ইম্পেরিয়াল মার্কেটের আলিম জুয়েলার্সে ডাকাতি চালায় ডাকাত দল।



মুখোশধারী ডাকাতরা অন্তত দেড়শ ভরি স্বর্ণালঙ্কার লুট করে বলে দোকানের কর্মীরা জানায়।"





এই "উত্তেজিত জনতা' যে করা টা আর বলে দিতে হবে না । কিছুদিন আগে দেখলাম খুলনায় ইসলামী ব্যাঙ্ক এর বুথ ভাংচুর করা হয়েছে ।





কোথায় মঞ্চের কাছে আর কোথায় ""বিস্ফোরণের শব্দে সবাই সেদিকে ছুটে যায় ""





সব শালার সংবাদ ওয়ালা ভন্ড !

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

পুংটা বলেছেন: কালো না ভাই... হলুদ B-))

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩১

সাত সাগেরর মাঝি বলেছেন: ওই হল আর কী

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০০

স্বপ্নচারী আলো বলেছেন: কিছুক্ষন আগে "৭১ টিভি" তে একটি লাইভ অনুষ্ঠানে শাহাবাগের আয়োজকদের মধ্য হতে একজন ব্লগার এর সাক্ষাৎকার নেয়া হল।
তার স্পর্ধা দেখে আমি স্তম্ভিত হলাম। সে যদি বলত জামাত রাজাকার, যুদ্ধাপরাধী দের দল, তাই জামাতকে নিষিদ্ধ করতে হবে; এটা না হয় মানতাম। এই বেয়াদবের ভাষায় - " জামাতের সংবিধানে যেহেতু লেখা আছে, আল্লাহই সকল সার্বভৌম ক্ষমতার উৎস আর আমদের
সংবিধানে লেখা আছে যে জনগণই সকল ক্ষমতার উৎস; তাই জামাতের সংবিধান আমাদের সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ নয়।
তাই জামাতকে নিষিদ্ধ করা উচিৎ।"

তার পরও কি আমাদের মুসলিম ভাই বোনদের হুশ হবেনা??? এই কুলাঙ্গারদের দেখা মাত্রই
একজন মুসলিমের জুতাপেটা করা উচিৎ নয় কি?? আর আপনারা বসে বসে তাদের সাথে তর্ক করছেন যারা এই স্বঘোষিত নাস্তিক কুলাঙ্গারদের নেতৃত্বে আপনাদের সমবেত হতে নিষেধ করছে।। করুণা তাদের জন্য।

মহাপবিত্র, মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেছেন -

"হে ঈমানদারগণ! তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গরূপে গ্রহণ করো না,
তারা তোমাদের অমঙ্গল সাধনে কোন
ক্রটি করে না-তোমরা কষ্টে থাক, তাতেই তাদের আনন্দ। শত্রুতাপ্রসুত বিদ্বেষ তাদের
মুখেই(মুখের ভাষায়) ফুটে বেরোয়। আর যা কিছু তাদের মনে লুকিয়ে রয়েছে, তা আরো অনেকগুণ বেশী জঘন্য। তোমাদের জন্যে নিদর্শন
বিশদভাবে বর্ণনা করে দেয়া হলো,
যদি তোমরা তা অনুধাবন করতে সমর্থ হও।

দেখ! তোমরাই তাদের ভালবাস, কিন্তু
তারা তোমাদের প্রতি মোটেও সদভাব
পোষণ করে না। আর তোমরা সমস্ত কিতাবেই বিশ্বাস কর। অথচ তারা যখন তোমাদের সাথে এসে মিশে, বলে, আমরা ঈমান এনেছি।
পক্ষান্তরে তারা যখন পৃথক হয়ে যায়, তখন তোমাদের উপর রোষবশতঃ আঙ্গুল কামড়াতে থাকে। বলুন, তোমরা আক্রোশে মরতে থাক। আর আল্লাহ মনের কথা ভালই জানেন।

তোমাদের যদি কোন মঙ্গল হয়;
তাহলে তাদের খারাপ লাগে। আর তোমাদের যদি অমঙ্গল হয় তাহলে আনন্দিত হয় আর তাতে যদি তোমরা ধৈর্য্যধারণ কর এবং তাকওয়া অবলম্বন কর, তবে তাদের
প্রতারণায় তোমাদের কোনই ক্ষতি হবে না। নিশ্চয়ই তারা যা কিছু করে সে সমস্তই আল্লাহর আয়ত্তে রয়েছে।"

[আল ইমরান]

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৩

কবি সাহেব বলেছেন: এসব মুখচোরা বানরদের টিভিতে এসব ফালতু কথার জন্যই শিবিররা অপপ্রচার করার সুযোগ পাচ্ছে।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২০

খুব সাধারন একজন বলেছেন: শিবিরের চেহারা পরিষ্কার করার সুইপার আপনি, জনাব?

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২০

খুব সাধারন একজন বলেছেন:







71











This blog is being followed

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.