নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...
এইতো সপ্তাহ খানেক আগে তিনি দম্ভ করে বলেছিলেন , আমি বঙ্গবন্ধু কন্যা, এটা আমার দেশ বঙ্গবন্ধুর কন্যা দেশ ছেড়ে পালায় না।
ভাগ্যের কি নির্মম পরিহাস! মাত্র ৪৫ মিনিট সময় পেলেন তিনি ভেগে যাবার জন্য। নিজের দলের লক্ষ লক্ষ ত্যাগী নেতা কর্মীদের জীবনকে জলন্ত অগ্নিকুণ্ডে রেখে কি মহা স্বার্থপরের মত আপন বোনের হাত ধরে পালিয়ে গেলেন তিনি। ছিঃ ছিঃ ধীক্কার এমন নেত্রীর মুখে থুঃ
এ নিয়ে ভাল কথা বলেছেন এম সাখোয়াত হোসেন,
শ্রীলঙ্কা থেকে হাসিনার সরকার শিক্ষা নেয়নি। তিউনিসিয়া থেকে শিক্ষা নেয়নি। মিসরে কীভাবে হোসনে মোবারক জনরোষে উড়ে গেছে, সেখান থেকে সরকার শিক্ষা নেয়নি। জনগণের সরকার না হলে এমন পরিণতি হয়।
এরশাদের চেয়ে শেখ হাসিনা ১০০ গুণ বেশি খারাপ হয়ে বিদায় নিয়েছেন। এরশাদ পালিয়ে যাননি। তিনি পালিয়ে গেছেন। তিনি পালিয়ে গেছেন, কিন্তু আওয়ামী লীগ দলটাকে ধ্বংস করে দিয়ে গেলেন। তাঁর হিংসা, দম্ভ, অহংকার দলটাকে ধ্বংস করল। ~ প্রথম আলো
কত যত্নে গড়ে তোলা বাবার স্মৃতির মিউজিয়াম, হাজার হাজার বঙ্গবন্ধু কর্ণার, কয়েক লক্ষ ম্যুরাল ও মুর্তি, আর মুজিব, ফয়জুনেচ্ছা, কামাল, জামাল, রাসেল স্মৃতির নামে জনগনের পয়সায় মচ্ছব করে গড়ে তোলা লাখো জঞ্জাল ফেলে তিনি চলে গেলেন!
সারা বাংলাদেশ থেকে শোনা যাচ্ছে তার দলের নেতা কর্মীদের আহাজারি। এর মধ্যে অনেক শোষক আছে ভয়ঙ্কর হিংস্র শ্বাপদ আছে- আছে কিছু ত্যাগী সত্যিকারের নেতা। এরা কোথায় যাবে কার কাছে যাবে?
কত বলেছিলাম দলের খ্যাতাপুরি- ওই শালা-শালীরা ঠিকই সময় বুঝে চম্পট দিবে খুঁজে নিবে নিজেদের সেফ জোন, মারা পড়বি তোরা।
বোঝেনি ওরা- গতকালও বুক ফুলিয়ে বলেছিল; আওয়ামীলীগ বহু পুরনো ও শক্তিশালী সংগঠন- এতো ছোটখাটো আন্দোলনে এ দল পতন সম্ভব না!
এখন দ্যাখ শালারা কেমন লাগে -শেখের বেটি পালায় গ্যাছে!!!!!
০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৭
শেরজা তপন বলেছেন: এরশাদের থেকে ভীতু আর কাপুরুষ কে ছিল- তিনিও তো পালান নি!!!
২| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
কামাল১৮ বলেছেন: আর্মির ভরসায়।সামরিক শাসন জারি হয় নাই।রাষ্টপতির সাথেই আলাপ করবেন বলেছেন।এই রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাষ্ট্রপতি।
০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৪০
শেরজা তপন বলেছেন: আপনি টেনশন নিয়েন না বেশী - ছাত্ররা এখনো মাঠে আছে, এর শেষ দেখে ছাড়বে। আপনাদের সেই আমল আর নাই ভাই।
পরিবর্তন এবার আসবেই।
৩| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৩
কামাল১৮ বলেছেন: আপনি মিছিলে যান নাই।আই আনন্দের ভাগিদার আপনি না।আমি প্রথম থেকেই এই আন্দোলনের সাথে না এখনো নাই।এতে জনগনের কোন মঙ্গল হবে না।এই আন্দোলন জামাত শিবিরের।আর্মি খুজে পেয়েছে ভাড় আসিফ নজরুলকে।দেশে লোকের অভাব পড়েছে।
৪| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৬
নতুন বলেছেন: অন্তবত্তিকালিন প্রধান মন্ত্রী হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভরন সালাউদ্দিন আহমদের নাম আসছে।
Click This Link)
তিনি কোন দল পন্হি।
৫| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৭
ভুয়া মফিজ বলেছেন: সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু কোন দালাল আওয়ামী লীগারকে না। সেখানে দালালদের সর্দারনীর কার্যকলাপ কেমন হবে বলে মনে করেন? এটাই কি স্বাভাবিক না? প্রতিটা ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন দালালদেরকে ধরে ধরে জনতা যদি সকাল-বিকাল নাস্তা করে, তাদেরকে কি দোষ দেয়া যায়? দীর্ঘ দেড় যুগের অত্যাচার কি দেশবাসী দ্রুত ভুলে যাবে? কখনও না।
এখন অনেকেই ভোল পাল্টাবে। ব্লগেও নমুনা দেখা যাচ্ছে। তবে জনগন জানে তাদের অতীতের কথাবার্তা-কার্যকলাপ। তাদের দম্ভ। এখন সময় বিষদাত ভেঙ্গে দেয়ার।
৬| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪
জুন বলেছেন: @ ভুয়া শুনলাম উনি ইন্ডিয়া হয়ে লন্ডন যাচ্ছে বা পৌঁছেছে অলরেডি । আপনার অবস্থা কি হবে তাই ভাবছি, মানে আপনি তো রেহাই পেলেন না
৭| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭
ধুলো মেঘ বলেছেন: লন্ডনী আত্মীয়ের সাথে কথা হয়েছে। সেখানে ইতিমধ্যে কর্মসূচী দেয়া হয়েছে বাংলাদেশী দূতাবাস ঘেরাওয়ের। শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে পাঠানোর দাবিতে।
৮| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: শত সহস্র নেতা কর্মীকে জনগণ টেনে ছিঁড়ে ফেলবে। অস্ত্র লাগবে না। কোথায় শেখ হাসিনার হেলমেট পার্টি। কোথায় ওবায়দুল কাদের, কোথায় জাহাঙ্গীর কবির নানক, কোথায় হাসান মাহমুদ, কোথায় শামিম ওসমান, কোথায় আরাফাত, কোথায় আসাদুজ্জামান খান, কোথায় ডিবি হারুন, কোথায় বিপ্লব।
আওয়ামীলীগের নাম আগামী ১০০ বছরে কেউ নেবে না। শেখ হাসিনার বাবার কারণে ২১ বছরের বিরতি ছিল। হাসিনার কারণে ১০০ বছরের বিরতি হবে।
৯| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯
আমি সাজিদ বলেছেন: পালিয়ে গিয়ে বুঝালেন, উনি আসলে একটা ক্যারেকটার ছিলেন। উনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ডাকাতির মহাউৎসব। উনি উনার লিডারশিপ হারিয়েছেন যখন দ্বিতীয়বার জয়ের জন্য ভোট ডাকাতি করলেন।
উনার পি আর টিম, উনার পক্ষের স্তুতি গাওয়া সংবাদপত্র, টিভি চ্যানেল, ও ব্যবসায়ীরা এখন কি করবেন সেটা দেখার জন্য আমি আগ্রহী।
১০| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫
ইসিয়াক বলেছেন: চরম আতঙ্কজনক পরিস্থিতি। চারদিকে ভাঙচুর আগুন লুটপাট চলছে।রাত বাড়ছে ভয় বাড়ছে। যশোরের একমাত্র ফাইভ স্টার হোটেল লোকজন থাকা অবস্থায় আগুন দিয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা। কিছু মানুষ সেনাবাহিনী হেলিক্পটার এসে উদ্ধার করেছে বাকিদের খবর এখনও জানা যায়নি। আরো কয়েক জায়গায় আগুন লেগেছে...
১১| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫
ভুয়া মফিজ বলেছেন: জুন বলেছেন: @ ভুয়া শুনলাম উনি ইন্ডিয়া হয়ে লন্ডন যাচ্ছে বা পৌঁছেছে অলরেডি । আপনার অবস্থা কি হবে তাই ভাবছি, মানে আপনি তো রেহাই পেলেন না যদি আসে, আমি খুবই খুশী। যুক্তরাজ্য আইসিসি'র অন্যতম সিগনেটরী। গণহত্যার মামলায় আমাদের সুবিধা হবে।
১২| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫
মনিরা সুলতানা বলেছেন: কিন্তু আওয়ামী লীগ দলটাকে ধ্বংস করে দিয়ে গেলেন। তাঁর হিংসা, দম্ভ, অহংকার দলটাকে ধ্বংস করল। ~ প্রথম আলো
আওয়ামীলীগ হারলে জিতে যায় দেশ।
১৩| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭
আমি সাজিদ বলেছেন: আমার আক্ষেপ উনি মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে লুটপাট আর স্বৈরাচারকে বৈধ করেছেন।
১৪| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮
ইফতেখার ভূইয়া বলেছেন: আর্ন্তজাতিক আদালতে গণহত্যার দায়ে ঐ মহিলাল বিচার হবে। আসিতেছে।
১৫| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯
মনিরা সুলতানা বলেছেন: কামাল১৮ বলেছেন: আপনি মিছিলে যান নাই।আই আনন্দের ভাগিদার আপনি না।আমি প্রথম থেকেই এই আন্দোলনের সাথে না এখনো নাই।এতে জনগনের কোন মঙ্গল হবে না।এই আন্দোলন জামাত শিবিরের।আর্মি খুজে পেয়েছে ভাড় আসিফ নজরুলকে।দেশে লোকের অভাব পড়েছে।
আপনারা শুরু থেকেই কী পোলারে বাঘে খাইল অবস্থায় , জামাত কই পান আপনারা ? নিজেদের ছায়া দেখে জামাত বলে ভ্রম হয় তাই না ?
৭১ পরাজিত শক্তি জামাত আর ২৪ পরাজিত শক্তি আওয়ামীলীগ দুইটাই এক কাতারের।
১৬| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০৫
জুন বলেছেন: মনিরার দ্বিতীয় মন্তব্যের সাথে সহমত। এরা সারাক্ষণ চারিদিকে জামাত বিম্পি দেখে। এরা ছাড়া আর যেন সাধারণ মানুষ কেউ নেই।
১৭| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০৫
করুণাধারা বলেছেন: আজ সকালে আমাকে বিদেশে থাকা একজন বলছিল, মেসেঞ্জারের একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যেটা দুজন ছাত্রলীগের আলাপ। একজন বলছে যে, আমরা এখন কি করবো? নেতারা তো সব নিজেদের ব্যবস্থা করে চলে যাচ্ছে। অপরজন বলছে, নেতারা যাক। আমাদের আপা কোথাও যাচ্ছেন না, তাই আমাদের ভয়ের কিছু নেই।
আমার খারাপ লাগছে এই চুনাপুটিগুলোর কথা ভেবে। আন্দোলনের ফায়দা উঠাবে এই চুনোপুটিদের শত্রুরা, তাদের মেরে ধরে তা সবকিছু লুট করে নেবে। হয়তো হত্যা করতে পারে।
১৮| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০৮
করুণাধারা বলেছেন: আমিও জুন মনিরার মন্তব্যের সাথে একমত। কিছু লোক সবকিছুতেই জামাতকে খুঁজে বেড়ায়।
১৯| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০৯
আঁধারের যুবরাজ বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: ৭১ পরাজিত শক্তি জামাত আর ২৪ পরাজিত শক্তি আওয়ামীলীগ দুইটাই এক কাতারের।
২০| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আওয়ামী পা চাটা দালালরা আবার কায়দা করে কথা বলবে, মিল দিয়ে চলে যাবে হয়তো। তবে যারা কুখ্যাত তাদের বিচার ভুক্তভুগিরা করবে ঠিকি। সময়ের অপেক্ষায় ছিলাম বলে দেখে নিলাম এক মিত্যুক দাম্বীক নারীর ক্ষমতার পতন।
২১| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১৬
ভুয়া মফিজ বলেছেন: করুণাধারা বলেছেন: আমার খারাপ লাগছে এই চুনাপুটিগুলোর কথা ভেবে। আন্দোলনের ফায়দা উঠাবে এই চুনোপুটিদের শত্রুরা, তাদের মেরে ধরে তা সবকিছু লুট করে নেবে। হয়তো হত্যা করতে পারে। খারাপ লাগার কিছু নাই। কথায় আছে, ''বড়লোকের বাড়ির কুত্তা বেশী ঘেউ ঘেউ করে''। এই কুত্তারা সাধারন লোকজনের উপর কি পরিমান অত্যাচার করেছে আপনার সম্ভবতঃ ধারনা নাই। এগুলো মরলে দুনিয়া থেকে কিছু আপদ বিদায় নিবে।
২২| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্বৈরশাসকদের পরিণতি যা হয়, তার পরিণতিও তাই হয়েছে। আগামীর শাসকদের মনে রাখতে হবে, দেশবাসীদের সাথে সদ্ ব্যবহার করতে হবে, তাদেরকে শত্রু ভাবা যাবে না, শত্রু বানানোও যাবে না। শেখ হাসিনা প্রতিটা কথায় মিথ্যা বলতেন। গত ১৫ বছরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ এ দেশে যে-সন্ত্রাস ও জঙ্গী কার্যক্রম চালিয়েছে, তা সকল নৃশংসতাকে হার মানিয়েছে। গুটিকতক উন্নয়নের নামে পুরো দেশকে নিয়ে গেছে ধ্বংসের দ্বারপ্রান্তে। সে নিজে দুর্নীতি করে মানুষের ভোটের অধিকার খেয়েছিলেন, পুরো দেশটাকে দুর্নীতির সূঁতিকাগার বানিয়ে ফেলেছিলেন। আওয়ামী লীগ ও তার সব অঙ্গ সংগঠনকে এ দেশে রাজনীতি করার অধিকার দেয়া যায় কিনা, জনগণকে এখন ভাবতে হবে।
নীচের ভাইরাল হওয়া স্ক্রিনশট থেকে বোঝা যায়, যত জ্বালাও-পোড়াও ধ্বংসাত্মক কাজ হয়েছে, তা করেছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দলগুলো।
২৩| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩৭
হাসান কালবৈশাখী বলেছেন:
তথাকথিত মেধাবিরা চারিদিকে হত্যা মুর্তি ভাংগা লুটপাট চালাচ্ছে। এখনো চলছে।
সেনারা তামসা দেখছে।
প্রশ্নের জবাবে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন,
আলোচনায় ছিলেন
জামায়াতের আমির,
বিএনপির শীর্ষ নেতা,
জাতীয় পার্টির নেতা,
আওয়ামী লীগের কেউ ছিল না।
খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক,
জোনায়েদ সাকি
ছিলেন। অধ্যাপক আসিফ নজরুল
২৪| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৪
আঁধারের যুবরাজ বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:আওয়ামী লীগের কেউ ছিল না।
আওয়ামীলীগের কেউ কি বাসায় আছে ? স্বভাব অনুযায়ী পালিয়েছে।
২৫| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:১২
আহমেদ জী এস বলেছেন: শেরজা তপন,
সময় এসেছে ......
শেখ মুজিবের স্মৃতির মিউজিয়াম, হাজার হাজার বঙ্গবন্ধু কর্ণার, কয়েক লক্ষ ম্যুরাল ও মুর্তি, আর মুজিব, ফয়জুনেচ্ছা, কামাল, জামাল, রাসেল স্মৃতির নামে জনগনের পয়সায় মচ্ছব করে গড়ে তোলা এমন লাখো জঞ্জাল এখন উপড়ে ফেলতে হবে।
সারা বাংলাদেশ থেকে শোনা যাওয়া আওয়ামী লীগ, ছাত্রলীগ ইত্যাদি সব লীগের কর্মীদের আহাজারি তো শোনা যাবেই তাদের কর্মফল হিসাবে। এদেরকে তাদের কৃতকর্মের প্রতিটি পয়সা গুনে গুনে ফেরৎ দিয়ে দিতে হবে।
নইলে এই নতুন স্বাধীনতার স্বাদ পাওয়া যাবেনা।
২৬| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:১৭
সেলিম আনোয়ার বলেছেন: যাদের রেখে গেলেন তাদের মধ্যে যারা বেশি খারাপ মানুষের সম্পদ লুট করেছে তাদের কপালে এখন দূর্ভাগ্য অপেক্ষা করছে। তারা ক্যাচানি খাবে পাপ বাপকেও ছাড়ে না। এমন কি সাবেক প্রধানমন্ত্রীর উপর ক্ষোভ থাকলেও তাদের কপালে শাস্তির খরগ নেমে আসতে পারে।
২৭| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মানুষের মনে কী ক্ষোভ আর ঘৃণা জমেছিল, ব্লগও তার একটা স্পষ্ট প্রমাণ। যে-সব সম্মানিত ও শ্রদ্ধেয় ব্লগারগণ এখনো নিজস্ব বৈশিষ্ট্যজাত কমেন্ট অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন, তাদের প্রতি বিনত অনুরোধ থাকবে - দয়া করে নিজের প্রতি ব্লগারদের ক্ষোভ ও ঘৃণা আর বাড়াবেন না। ধৈর্য ধরা আর নিশ্চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। দলীয় দৃষ্টিকোণ থেকে না ভেবে মানবিক দৃষ্টিকোণ থেকে ভাবলে ব্যাপারটা বুঝতে সহজ হবে। এটা ছিল গণমানুষের বিজয়।
২৮| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:০৩
রানার ব্লগ বলেছেন: উনি হয়তো এই দোয়া পড়তে বলে গেছে, রাখে আল্লাহ মারে কে।
২৯| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৫
মোস্তফা সোহেল বলেছেন: এদেশে যেন আর কোন পাতি নেতার জন্ম না হয়।এদের কাজই বেশি লাফালাফি করা।
৩০| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যার যার ব্যবস্থা সে সে করবে, আগেতো নিজে বেঁচেছে পালিয়ে তানা হলে আর রক্ষা ছিলনা। নতুন বাংলাদেশ চাই।
৩১| ০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ছাত্র-গণঅভ্যুত্থান হবার পরে বাংলাদেশের সংবিধান স্থগিত করা হয়নি।
যেহেতু বাংলাদেশের সংবিধান কার্যকর আছে সেই বিবেচনায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সম্মত নয়।
এখন কেউ যদি হাইকোর্টে রিট মামলা করে এবং হাইকোর্ট বিষয়টি নিয়ে নেতিবাচক রায় দেয় তাহলে সরকার কি পদত্যাগ করবে?
৩২| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উনার সবচেয়ে অযোগ্য লোক ছিলেন উনার সেক্রেটারি ।
আমি বুঝতে পারি না এই সেক্রেটারি তিনবার কিভাবে নির্বাচিত হন/হয়!?
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৯
আঁধারের যুবরাজ বলেছেন: সকল স্বৈরাচার এমনি হয়। লোভী ,ভীতু।অস্ত্রের জোরে ,চাটুকার দলদাসদের জোরে টিকে থাকে। কিন্তু প্রতিরোধের সময় কাপুরুষের মতো পালায় ,নয়তো জনতার হাতেই মৃত্যু হয়।