![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পদ সীমিত, কিন্তু কল্পনা অসীম। সুযোগ মেলেনা সবখানে। পথে পথে আর প্রতি পদে পদে মানুষেক সদুপদেশ দিই, একটু হকার গিরি এই আর কি। মাঝে মাঝে হকারি করার কিছু সুবিধা পাই, গ্রহণ করি, দেরি করি না।।তাই নিজেকে একজন শিক্ষিত হকার হিসেবে প্রতিষ্ঠার আশায়।
নির্লজ্জতা আজ আধুনিক সভ্যতা
বক্ষে নয়,গলায় পেঁচায় ওড়না।
নরম মাংস পিণ্ড করি প্রদর্শন
এটাই আধুনিকতার চরম নিদর্শণ।
দোদুল্যমান যত সেই পিণ্ড
সৃজন করে নাম্বার ওয়ান পণ্য।
পতির কষ্টার্জিত যত উপার্জন
পার্লার বা শপিংমলের মূলধন।
নাইটক্লাবে সময় কাটে করিনা পতি সেবা
আমি ধর্মভীরু ঐ বাড়ির লোকজনের প্রতি ক্ষেপা।
আমি বন্ধুর সাথে করি মদ্যপান
যান্ত্রিকতার যুগে আজ তা ফ্যাশন।
দেহ নামক ভূমিটা আমার স্বর্গ
হাঙ্গামা করে ক্লান্ত যত মর্দ।
আমি সুযোগ সন্ধানি করি ছিনালী
আমি স্বর্ণালী থেকে বনে যায় বর্ণালী।
আমি মানব জাতির একটা অংশ
করি পুরুষ জাতিকে ধ্বংস।
আমার ছলা কলা নয় মন্দ
আপন সম্পর্কে নেমে আসে দ্বন্দ্ব।
খ্যাতির চূড়ায় আরোহণে আমি ব্যস্ত
অন্যের হাতে গোপনে হই ন্যাস্ত।
আমি বুড়ি, সাঁজি ছুড়ি, ধরে রাখি যৌবন
কুলাঙ্গারের বাচ্চাকাচ্চা করি বিসর্জন।
অসিম চাহিদা আমার, অভিলাষ হল উচ্চ
স্বার্থের কারণে আমি পরকীয়াতে হই লিপ্ত।
আমি না বুঝে করি যুক্তি উপস্থাপণ
পরাজিত হলে করি ক্রন্দন।
আমার চলন বাঁকা, হাসিতে জয় করি বিশ্ব
আমি ধনীর দুলালকে নিমেষেই করি নিঃস্ব।
আমি দুর্বল নয়, সবলের পূজারি
আমি এ সমাজের একজন নারী।
©somewhere in net ltd.