নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হকারের কথা

শিক্ষিত হকার

আমার সম্পদ সীমিত, কিন্তু কল্পনা অসীম। সুযোগ মেলেনা সবখানে। পথে পথে আর প্রতি পদে পদে মানুষেক সদুপদেশ দিই, একটু হকার গিরি এই আর কি। মাঝে মাঝে হকারি করার কিছু সুবিধা পাই, গ্রহণ করি, দেরি করি না।।তাই নিজেকে একজন শিক্ষিত হকার হিসেবে প্রতিষ্ঠার আশায়।

শিক্ষিত হকার › বিস্তারিত পোস্টঃ

হযরত মুহম্মদ (স), ইসলাম ও জীবন

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

আজকের পৃথিবীকে আপনি যেভাবে দেখছেন; পৃথিবীটা ঠিক এমন ছিলনা। এ পৃথিবী ছিল, হত্যা, লুণ্ঠণ, ধর্ষণ, যুদ্ধ, রাহাজানি, জোর, জুলুম, জবরদস্তি, হিংসা, শ্রেণী বৈষম্য ও বিভিন্ন খারাপ কাজে জড়িত ছিল।



সেই উচ্ছৃঙ্খল পৃথিবীতে শৃঙ্খলা এনেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ (স)।



* তিনি জন্মের আগেই তিনার বাবাকে হারান।

* ছয় বছর বয়সে মাতাকে হারান।

* বারো বছর বয়সে দাদাকে হারান।

* উচ্ছৃঙ্খল মানুষকে শৃঙ্খল বানাতে গাল-মন্দ সহ্য করেছেন, পাথরে-চাবুকে প্রহৃত হয়েছেন; সুযোগ পেয়েও প্রতিশোধ নেননি, ক্ষমা করে দিয়েছেন।

* মানুষকে সঠিক পথে আনতে নিজের সূখ ভুলে গিয়ে সারাজীবন কষ্ট করেছেন।

* কখনো মিথ্যা বলেন নি।

* যারা তিনার বিরোধীতা করতো তারাও তিনাকে আলআমীন (বিশ্বাসি) বলে ডাকতো।



আপনিই বলুন; এতো এতা ধর্যৈ যিনার, এতা এতা গুণ যিনার তিনি কি শ্রেষ্ঠ মানুষ নন?

নিঃসন্দেহে তিনি শ্রেষ্ঠ্ মানব এবং আল্লাহর প্রেরিত রসুল। তিনি ইসলাম, কোরআন, আল্লাহ সম্পর্কে যা বলেছেন তা সম্পূর্ণ সত্য।



আসুন আমরা এই মহান মানবের আদর্শে উজ্জ্বীবিত হয়ে আলোকিত জীবন গড়ি। জীবনের প্রশান্তি আনতে ইসলামের বিকল্প নেই।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১

রিওমারে বলেছেন: লিখেছেন শিক্ষিত হকার, ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

আজকের পৃথিবীকে আপনি যেভাবে দেখছেন; পৃথিবীটা ঠিক এমন ছিলনা। এ পৃথিবী ছিল, হত্যা, লুণ্ঠণ, ধর্ষণ, যুদ্ধ, রাহাজানি, জোর, জুলুম, জবরদস্তি, হিংসা, শ্রেণী বৈষম্য ও বিভিন্ন খারাপ কাজে জড়িত ছিল
সেই উচ্ছৃঙ্খল পৃথিবীতে শৃঙ্খলা এনেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ (স)।

বাংগালীর চরিত্র এত খারাপ যে মোহাম্মদ যদি বাংলাদেশে এখন আবার আসে তাহলে তাকে আওয়ামীলীগ না হয় বিএনপির রাজনীতি করতে বাধ্য করা হবে।। :P :P

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

শিক্ষিত হকার বলেছেন: বাঙালি থেকেও হাজার হাজার গুণ খারাপ ছিল সেই সময়ের লোকেরা। আর তখন শুধু দুটি রাজনৈতিক দল ছিল না। অনেক দলে বিভক্ত ছিল তখনকার রাজনীতি। যদিও তখনকার মানুষ রাজনীতি কথার সাথে পরিচিত ছিলনা সেভাবে। এ যুগের থেকে হাজার হাজার গুন উচ্ছৃঙ্খল ছিল সে যুগের মানুষ। মোহাম্মদ (স) কিন্তু সেই দুর্ধর্ষ উচ্ছৃঙ্খল মানুষদেরকেই শৃঙ্খলে এনেছিলেন।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২

রামিজের ডিপফ্রিজ বলেছেন: এটা কী প্রাইমারী স্কুলের পরীক্ষায় রচনায় ক্লাস ফোরের ছাত্রের মহানবী (সাঃ)-র জীবন বর্ণনা ? নতুন কিছু অনুভূতি হলে বা নতুন কিছু জানাবার হলে তবেই ব্লগ লিখুন।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

শিক্ষিত হকার বলেছেন: কিছু অনুভূতি আছে যা সবসময়ই নূতন মনে হয়। আপনি আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারেন না।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২

সুলাইমান হাসান বলেছেন: উনি নিঃসন্দেহে শ্রেষ্ঠ মানব । কিন্তু যারা জানার পরেও স্বীকার করতে চায় না, তাদেরকে আর কি বলা যায় ........ :| :|

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

শিক্ষিত হকার বলেছেন: তারা তাদের বিবেককে প্রশ্ন করুক। উত্তর পেয়ে যাবে।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

খেয়া ঘাট বলেছেন: নবীর প্রতি দরুদ আর সালাম পাঠ করলাম । পুরা বিশ্ব শান্তিময় হোক।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

রামিজের ডিপফ্রিজ বলেছেন: সরি, ভাষাটা কড়া হয়ে গেছে; আঘাত পেলে ক্ষমা চাইছি। আপনার মূল বক্তব্যের সাথে একমত অবশ্যই।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

শিক্ষিত হকার বলেছেন: ধন্যবাদ ভুল বুঝতে পারার জন্য।

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

শার্লক বলেছেন: @রিওমারে apni Nabiji ke niya ebhabe bolte paren na.

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫১

দিশার বলেছেন: বার বার বিয়ে করা একটা ভালো সুন্নত . বিশেষ করে পাত্রীর , বাবা ,ভাই, মামা চাচা কে কিছুক্ষণ আগ্গে হত্যা করে , মা বোন আর বাচ্চা দের দাস হিসাবে বিক্রির জন্য বন্দী করে। তখন পাত্রী কিন্তু হাসতে হাসতে আপনাকে বিয়ে করে ফেলবে। এবং সুখে শান্তি তে জীবন কাটাবে আপনাকে ভালোবেসে। (পাত্রী আবার ইহুদি গোষ্টির সর্দার এর অতীব সুন্দরী মেয়ে)

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

শিক্ষিত হকার বলেছেন: আমরা ভালো থাকলেও মানুষকে বলি ভালো আছি। খারাপ থাকলেও বলি ভালো আছি। আমরা কোন জিনিষ যখন দেখি উপরেই দেখি; ভিতরে দেখতে চাই না বা দেখি না। তাই আপনি যে কথা গুলো বলেছেন সেগুলো উপর থেকে দেখেছেন। আরো ভিতরে যান, চিন্তা করুন। আশা করি বুঝতে পারবেন।

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬

না পারভীন বলেছেন: দিশার , আপ্নে যাকে ভালবাসেন তাকে নিয়েই থাকুন কেউ মানা করেনি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.