নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হকারের কথা

শিক্ষিত হকার

আমার সম্পদ সীমিত, কিন্তু কল্পনা অসীম। সুযোগ মেলেনা সবখানে। পথে পথে আর প্রতি পদে পদে মানুষেক সদুপদেশ দিই, একটু হকার গিরি এই আর কি। মাঝে মাঝে হকারি করার কিছু সুবিধা পাই, গ্রহণ করি, দেরি করি না।।তাই নিজেকে একজন শিক্ষিত হকার হিসেবে প্রতিষ্ঠার আশায়।

শিক্ষিত হকার › বিস্তারিত পোস্টঃ

ওরা রাজাকার !!!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

ওরা বণ্য, ওরা জঘণ্য

ওরা নির্মম, হৃদয় শূণ্য,

ওরা জঙ্গি, ওরা পশু

ওরা হায়েনা, ওরা দস্যু।



ওরা কসাই- ধর্ম ব্যবসায়

ক্ষমতালোভী, ইসলামের সেবায়।

ওরা রাজাকার, যুদ্ধাপরাধী

ওরা এ দেশ ধ্বংসে অগ্রগামী।



ওদের নেই কোন দল, নেই ধর্ম

ওদের নেই কোন দেশ, নেই বর্ণ।

ওরা হিংস্র, ওরা জন্মপাপী

ফাঁসি চাই, একটাই দাবি।



ওদের নেই কোন ক্ষমা

ওরা ধ্বংস করেছে মানবতা;

ওদের জন্যে নেই কোন বেদনা,

জাহান্নামই ওদের আসল ঠিকানা।







জেগেছে আজ তরূণ প্রজন্ম;

অগ্রজেরা হয়েছে ধন্য

উঠেছে লক্ষ্য প্রাণের প্রত্যয়

প্রতিশোধ নিতে নেই কোন সংশয়।



প্রজন্ম চত্বর আজ শাহবাগ

আর নয় কান্না, আর নয় প্রতিবাদ;

যায় যদি যাক তরূণ প্রাণ;

বাজুক তবু ফাঁসির সান।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
+++++++++++++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

শিক্ষিত হকার বলেছেন: :)

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: +++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.