![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পদ সীমিত, কিন্তু কল্পনা অসীম। সুযোগ মেলেনা সবখানে। পথে পথে আর প্রতি পদে পদে মানুষেক সদুপদেশ দিই, একটু হকার গিরি এই আর কি। মাঝে মাঝে হকারি করার কিছু সুবিধা পাই, গ্রহণ করি, দেরি করি না।।তাই নিজেকে একজন শিক্ষিত হকার হিসেবে প্রতিষ্ঠার আশায়।
*** ব্যাস্ত মানুষের প্রেম বা ভালবাসার সম্পর্কে না জড়ানোই ভাল।
*** দুজনের মানসিকতা সমান না হলে প্রেম বা ভালবাসার সম্পর্কে না জড়ানোই ভাল।
*** কিছু পাওয়ার আশায় প্রেম বা ভালবাসার সম্পর্কে না জড়ানোই ভাল।
*** সবাই প্রেম করে; তাই আমাকেও প্রেম করতে হবে এই ধরনের মনোভাব নিয়ে প্রেম বা ভালবাসার সম্পর্কে না জড়ানোই ভাল।
বি:দ্র: যদি উপরের কথাগুলোর অবাধ্য হয়ে কেউ প্রেম বা ভালবাসার সম্পর্কে আবদ্ধ হয় তাহলে সে পীড়া পেতে বাধ্য!!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
শিক্ষিত হকার বলেছেন:
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১০
মাহবু১৫৪ বলেছেন: ++++
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৬
দুরন্ত-পথিক বলেছেন: আপনি কোন পথ অবলম্বন করেছেন?
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
বাউন্ডুলে তিতাস বলেছেন: সহমত