![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পদ সীমিত, কিন্তু কল্পনা অসীম। সুযোগ মেলেনা সবখানে। পথে পথে আর প্রতি পদে পদে মানুষেক সদুপদেশ দিই, একটু হকার গিরি এই আর কি। মাঝে মাঝে হকারি করার কিছু সুবিধা পাই, গ্রহণ করি, দেরি করি না।।তাই নিজেকে একজন শিক্ষিত হকার হিসেবে প্রতিষ্ঠার আশায়।
ঢাকাতে চলে এসেছি ৮ বছর আগে। মাত্র ৩ দিনের সফরে গিয়েছিলাম গ্রামের বাড়িতে।এই ৮ বছরের ইতিহাসে বাড়িতে এবার আমার সবথেকে কম সময় কাটানো হল। তবে এই কম সময়টায় আমাকে দিয়েছে অন্যান্য বারের চেয়ে অনেক বেশি আনন্দ এবং অনেক বেশি বেদনা। কারন আমার একমাত্র বড় আপু ( আমি দাদি বলে ডাকি) গতকাল পরের ঘরে চলে গেল। দাদি আমার থেকে ২ বছরের বড়। অনেক মারামারি করেছি ওর সাথে। গতকাল যখন শেষবারের মতো ওর কাছে গেলাম তখন ওকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিলাম। দাদি, তুই ভাল থাকিস!!!
©somewhere in net ltd.