![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পদ সীমিত, কিন্তু কল্পনা অসীম। সুযোগ মেলেনা সবখানে। পথে পথে আর প্রতি পদে পদে মানুষেক সদুপদেশ দিই, একটু হকার গিরি এই আর কি। মাঝে মাঝে হকারি করার কিছু সুবিধা পাই, গ্রহণ করি, দেরি করি না।।তাই নিজেকে একজন শিক্ষিত হকার হিসেবে প্রতিষ্ঠার আশায়।
গান পাগল মানুষেরা গান ছাড়া কী থাকতে পারে? পারে না। গান পাগলেরা বিশ্বাস করে ''গান জীবনের কথা বলে, মানুষকে হাসায়, কাঁদায় আর এই হাসি কান্নার মাঝে খুজে পায় অদ্ভূদ এক তৃপ্তির স্বাদ; যে স্বাদ অন্য কোথাও নেই।
''ভিননো'' ব্যান্ডের সদস্যরা জীবনকে খঁজে পায় গানের মাঝে। এই ব্যন্ডের সদস্যরা গানের মাঝে মানুষের জীবন, দেশ বিদেশের সংস্কৃতির কথা ভিন্ন ভাবে উপস্থাপন করে তৃপ্তি পায় এবং সেই সাথে চেষ্টা করে অন্যদেরকে তৃপ্তি দিতে।
তাই সবাইকে পাশে পেতে চাই।
'' VINNO ভিননো'' পেজ এ লাইক দিয়ে, সাথেই থাকুন।
Click This Link
©somewhere in net ltd.