নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হকারের কথা

শিক্ষিত হকার

আমার সম্পদ সীমিত, কিন্তু কল্পনা অসীম। সুযোগ মেলেনা সবখানে। পথে পথে আর প্রতি পদে পদে মানুষেক সদুপদেশ দিই, একটু হকার গিরি এই আর কি। মাঝে মাঝে হকারি করার কিছু সুবিধা পাই, গ্রহণ করি, দেরি করি না।।তাই নিজেকে একজন শিক্ষিত হকার হিসেবে প্রতিষ্ঠার আশায়।

শিক্ষিত হকার › বিস্তারিত পোস্টঃ

ভালো মানুষ হতে চাইলে সাভারে আসো। দেখে যাও মানুষের রোণাজারি, দেখে যাও মানুষের রক্ত মাংশের শরীর!!!!

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১০

অহংকারে যাদের মাটিতে পা পড়ে না। অসৎ ও অন্যায় কাজের মাধ্যমে যারা টাকার পাহাড় তৈরী করে মানুষকে মানুষ বলে গণ্য করে না তাদেরকে বলছি:-

সাভার ট্রাজেডির দিকে চোখ দাও, তোমার রক্ত মাংশের শরীরের দিকে তাকাও, মৃত্যুর কথা ভাবো, উপলব্ধি করতে শেখ জীবনটাকে। আমি নিশ্চিত ভাবে বলে দিতে পারি, তুমি অহংকারী থেকে হয়ে যাবে নিরহংকারী, অবিবেচক থেকে হয়ে যাবে বিবেক বান, অসৎকে দূরে ঠেলে দিয়ে গ্রহন করবা সততার পথ, হয়ে যাবা একজন ভালো মানুষ।

ভালো মানুষ হতে চাইলে সাভারে আসো। দেখে যাও মানুষের রোণাজারি, দেখে যাও মানুষের রক্ত মাংশের শরীর!!!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১২

এম আবু জাফর বলেছেন: শেখের বেটি গাঞ্জা খায়,বোরকা পইরা হাইট্টা যায়, সাভারে কেউ তারে চিনতে পারে নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.