![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পদ সীমিত, কিন্তু কল্পনা অসীম। সুযোগ মেলেনা সবখানে। পথে পথে আর প্রতি পদে পদে মানুষেক সদুপদেশ দিই, একটু হকার গিরি এই আর কি। মাঝে মাঝে হকারি করার কিছু সুবিধা পাই, গ্রহণ করি, দেরি করি না।।তাই নিজেকে একজন শিক্ষিত হকার হিসেবে প্রতিষ্ঠার আশায়।
আমার দেহের অভ্যন্তর থেকে যদি মনটারে বাহির করিতে পারিতাম তাহলে কষিয়া কষিয়া মনের দুই গালে থাপ্পড় মারিতাম। বড্ড বেয়াদব! শুধু এলোমেলো চিন্তায় মগ্ন থাকিতে ব্যস্ত। যাহা কখনোই হইবার নহে তাহাই ভাবিয়া অনর্থক দুঃখ কষ্ট ডাকিয়া আনে।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৩
বলাক০৪ বলেছেন: দ্যান আমি মাইরা দেই।