নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হকারের কথা

শিক্ষিত হকার

আমার সম্পদ সীমিত, কিন্তু কল্পনা অসীম। সুযোগ মেলেনা সবখানে। পথে পথে আর প্রতি পদে পদে মানুষেক সদুপদেশ দিই, একটু হকার গিরি এই আর কি। মাঝে মাঝে হকারি করার কিছু সুবিধা পাই, গ্রহণ করি, দেরি করি না।।তাই নিজেকে একজন শিক্ষিত হকার হিসেবে প্রতিষ্ঠার আশায়।

শিক্ষিত হকার › বিস্তারিত পোস্টঃ

এই দায়ভার কার?

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০

সংবিধান অনুসারে দেশের সরকার প্রধান এখন শেখ হাসিনা।

দেশের জনগনের জান মাল রক্ষা করার দায়িত্ব সরকারের।

তাদের উচিত একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সেই সাথে জনগণকে রক্ষা করা।

শুধু সরকারের প্রধান হয়ে থাকাটাকে সফলতা বলে না। দেশকে সুষ্ঠু ভাবে পরিচালনা করাও সফলতা।

যারা সংবিধান অনুসারে নির্বাচনে আসতে চাই না। তাদেরকে নির্বাচনে আনার চেষ্টা করা হয়েছে। তারা আসতে চাই নি। আবার তারা দেশের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে নিয়মিত।

সাধারণ জনগণ হচ্ছে দুর্ভোগের স্বীকার। এর দায়ভার যেমন খালেদার ঠিক তেমনি এই সরকারের।

তাই সরকারের উচিত হবে, দেশের স্বার্থে তাদেরকে (যারা নাশকতা সৃষ্টি করছে) গ্রেপ্তার করে সহিংসতা বন্ধ করা এবং জনগণকে একটি সুস্থ জীবন ফিরিয়ে দেয়া। সহিংসতা বন্ধ করতে প্রয়োজনে খালেদাকেও গ্রেপ্তার করতে হবে। দেশ চালাইতে হলে, সেভাবেই চালাতে হবে। নতুবা দায়ভার কিন্তু এই সরকারকেই নিতে হবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১

বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড় বলেছেন: আপনার ফেসবুক লিঙ্ক আশা করছি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.