| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষিত হকার
আমার সম্পদ সীমিত, কিন্তু কল্পনা অসীম। সুযোগ মেলেনা সবখানে। পথে পথে আর প্রতি পদে পদে মানুষেক সদুপদেশ দিই, একটু হকার গিরি এই আর কি। মাঝে মাঝে হকারি করার কিছু সুবিধা পাই, গ্রহণ করি, দেরি করি না।।তাই নিজেকে একজন শিক্ষিত হকার হিসেবে প্রতিষ্ঠার আশায়।
ও মেয়ে তুমি শোননা, আমার একটা বাসনা
বানাবো এক বাড়ি;
একশ বিঘা জমিনে, থাকবে বাড়ি মাঝেতে
তুমি হবা রাণী।
সেই বাড়িতে থাকবে দীঘি, করবে তুমি স্নান
দীঘির পাড়ে গাছের ছায়ায়, করবো শরাব পান
থাকিবে ফুলের বাগান, তোমার প্রিয় ঝরণা
আমার বাড়ি দেখতে লোকে, দিবেই দিবে ধরণা
বিকেল হলে সবুজ ঘাসে, হাটবো দুজন খালি পায়ে
রাখবে তুমি হাতটি ধরে, নইলে দেব আড়ি।
হরেক রকম বৃক্ষ লতা, থাকবে আমার বাড়ি
আনন্দেতে মাতবে, তোমার পোষ্য পশু পাখি
সন্ধ্যা হলে দুজন মিলে যাব বাড়ির ছাদে
আমার কাঁধে মাথা রেখে, চাঁদ দেখিবে রাতে
গানের আসর বসাবো, গান তোমারে শোনাবো
গানে গানে বলব তোমায়, আমার জীবন কাহিনী।।।।
Click This Link
©somewhere in net ltd.