নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হকারের কথা

শিক্ষিত হকার

আমার সম্পদ সীমিত, কিন্তু কল্পনা অসীম। সুযোগ মেলেনা সবখানে। পথে পথে আর প্রতি পদে পদে মানুষেক সদুপদেশ দিই, একটু হকার গিরি এই আর কি। মাঝে মাঝে হকারি করার কিছু সুবিধা পাই, গ্রহণ করি, দেরি করি না।।তাই নিজেকে একজন শিক্ষিত হকার হিসেবে প্রতিষ্ঠার আশায়।

শিক্ষিত হকার › বিস্তারিত পোস্টঃ

বিখ্যাত মোনালিসা চিত্রকর্মটি আসলে আমাদের এতদিনকার জানা লিওনার্দো দা ভিনচি আঁকেন নি!!!!!

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:১৯

২০১২ সালের শেষ দিনে ৩১ ডিসেম্বর দ্য ডেইলি স্টার পত্রিকায় ৩ জন ইতালিয়ান বিজ্ঞানির একটি চমকপ্রদ গবেষনার ফলাফল প্রকাশিত হয়। এতে বলা হয় যে পৃথিবী বিখ্যাত মোনালিসা চিত্রকর্মটি আসলে আমাদের এতদিনকার জানা লিওনার্দো দা ভিনচি আঁকেন নি!!!!! বরং একটি ছোট বিস্ফোরণ বা স্মল ব্যাং এর মাধ্যমে হঠাৎ করে এটি আকাঁ হয়ে গিয়েছে ... ব্যাপারটা খুলে বলা যাক...



রং ভরা অনেকগুলো কৌটা একটা রুমের মেঝেতে জমা করা ছিলো।কোনো কারনে সেই রুমে ১৪৪৮ সালের ২৮ মার্চ একটি বিস্ফোরন হয়। ফলে কৌটাগুলো বিস্ফোরিত হয়ে বিভিন্ন রং দেয়ালে লেগে যায়। সবচেয়ে অবাক ব্যাপার হলো দেয়ালে লাগার সময় রংগুলি একদম জায়গামত লেগেছে- চোখের মণির জায়গায় কালো রং, গালে কপালে হালকা সাদা বাদামী রং,প্রভৃতি।



বিস্ফোরনের পর ৮০-৯০ বছর বাতাস,রোদ,বৃষ্টি , বরফ, প্রভৃতি প্রাকৃতিক কারণে রংগুলি আরো সুবিন্যস্ত হয়ে একজন মহিলার রূপ ধারণ করে। শেষে ১৫২২ সালের ২৮ শে জুনমোনালিসা সৃষ্টি হয় কোনো আর্টিস্টের হাতের ছোঁয়া ছাড়াই !!!



কি ঘটনাটা বিশ্বাস হচ্ছে না?

তাহলে কিভাবে আপনি বিশ্বাস করেন কোনো সৃষ্টিকর্তা ছাড়াই একটি বিগ ব্যাঙের মাধ্যমে আপনা আপনি এই সুন্দর মানুষ, পৃথিবী,গাছপালা প্রভৃতি সব তৈরী হয়েছে???এত নিখুতভাবে ?????

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:২৪

এম এ কাশেম বলেছেন: দারুণ তো........................

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: ছবির পেইন্ট ভিঞ্চির
আঁকিয়ে অসংখ্য হতেই পারে **********

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ ভোর ৪:১০

নিয়েল হিমু বলেছেন: মজা লৈলেন ?

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ ভোর ৪:২০

হাতীর ডিম বলেছেন: হা হা হা

প্রথমে ভাবছিলাম গাজা খাইছেন।
ভাল বলছেন। ধন্যবাদ।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৪৫

পাগলা বস বলেছেন: নাস্তিকদের নড়া কমে গেল মনে হয় :D যুক্তিসংগত বাশ দিলেন l ;-) :-B

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৪৫

পাগলা বস বলেছেন: নাস্তিকদের নড়া কমে গেল মনে হয় :D যুক্তিসংগত বাশ দিলেন l ;-) :-B

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৯

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ঝুর মিয়া কোথায় কি আর পান্তা ভাতে ঘি। X( X( X(

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৪

মুনেম আহমেদ বলেছেন: মজা পাইলাম। ভাল বলেছেন :)

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৬

Rubel rana বলেছেন: This is our voice declaring “We, the citizens of the PEOPLE’s Republic of Bangladesh do not accept this election”.

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭

আছিফুর রহমান বলেছেন: শালারা এক এক্টা গাঞ্জুইটা

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: পাকনামি না কইরা সোজা কথা সোজা ভাবে বলেন।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১১

রুপম শাহরিয়ার বলেছেন: নিউজটা কেমন কেমন লাগছে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.