![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পদ সীমিত, কিন্তু কল্পনা অসীম। সুযোগ মেলেনা সবখানে। পথে পথে আর প্রতি পদে পদে মানুষেক সদুপদেশ দিই, একটু হকার গিরি এই আর কি। মাঝে মাঝে হকারি করার কিছু সুবিধা পাই, গ্রহণ করি, দেরি করি না।।তাই নিজেকে একজন শিক্ষিত হকার হিসেবে প্রতিষ্ঠার আশায়।
হঠাৎ করেই নিজেকে বড্ড নিস্তেজ মনে হচ্ছে !
আত্মবিশ্বাসের বড্ড অভাব !
যে আমি বলে এসেছি,
স্বপ্ন দেখেছি হারবো বলে নয় !
সেই আমি আজ
স্বপ্ন দেখতে বড্ড ভয় পায় !
জীবনকে আর কত চিনবো
আর কতো শিখবো
জানি এ শেখার শেষ না হতেই
মৃত্যুকে আলিঙ্গন করবো
স্বপ্ন ভঙ্গের ব্যথা নিয়ে
ব্যর্থ মানুষ হয়ে !!!!!!!
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫২
কসমিক- ট্রাভেলার বলেছেন:
কবি বলেছেন
না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি
আশাহত হয়ো নাকো তুমি।
আরো কিছু পথ চলো মরিচীকা মাড়িয়ে
দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে।
রাত যত গভীর হয় ঊষা তত নিকটে আসে।
সফল মানুষ ও ব্যর্থ মানুষের দৈহিক কাঠামোগত কোনো পার্থক্য নেই পার্থক্য শুধু দৃষ্টিভঙ্গী ও জীবনচেতনায়।
শুভেচ্ছা সতত।