নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবনায় মুক্তি

আবদুল্লাহ িশবলী

আমি আমার মতই। খাই দাই। ঘুরি ফিরি। পড়ি। ফাকেফুকে লিখি। যেইসব লিখি তাও গারবেজ। অতো সিরিয়াসলি নেয়ার কিছু নাই।

আবদুল্লাহ িশবলী › বিস্তারিত পোস্টঃ

ডায়েরি ১

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩

ভেতরটায় একটা জন্তু ডাকছে । একটানা অনবরত ; নীল মাছি ভরা মৃতদের মচ্ছবে । সমুদ্র সঙ্গমে চলে গেছে কয়েকটি নদী ; আর ফিরে আসবে না বলে ।



এদিকে শুকিয়ে কাঠ অই বদ্বীপ । বুনো অন্ধকার বিষণ্ণ করে দেয় তোমার পতিত জমিন ।তির তির করে কাপতে থাকে প্রথম বোতাম খোলার অস্থির উল্লাস । ঘাসের বুক থেকেই শুকিয়ে যায় শিশিরস্মৃতি ।তোমার চোখে ভোর করে বিষ কন্যার দৃষ্টি ।



অস্থির হয়ে জন্ম নেয় মহাস্থানগড়ের ভোর । আর খিস্তি খেউরের ফুল্কি ছোটে ক্রমশ একটি কাকের মুখ থেকে ।

প্রবল পৌরুষ আর্তনাদ শোনা যায় সহর সভ্যতার। মিথস্ক্রিয়ায় জন্ম নেয় নতুন দুঃস্বপ্ন ।



এবার মনে হয় সময় হল নীলকণ্ঠ হবার ।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

জাফরুল মবীন বলেছেন: অসাধারণ উপমার ব্যবহার!দারুণ রূপকতা!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.