![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মতই। খাই দাই। ঘুরি ফিরি। পড়ি। ফাকেফুকে লিখি। যেইসব লিখি তাও গারবেজ। অতো সিরিয়াসলি নেয়ার কিছু নাই।
তোমাকে বলা হয়নি কোনদিন
তোমার পেলব কোমরে আমি নদী দেখি
ফেলে আসা শৈশবের ঘ্রাণ পাই ।
চুমু খাওয়ার পূর্ব মুহূর্তে মনে হয়
সমুদ্রের উচ্ছাস লেগে থাকে।
আমার ঢেউ থেমে যায়।
আমি থেমে যাই, মেয়ে ।
আমি ফিরে যাই কিশোর বেলায়
যখন শরীরী কল্পনা হয়ে যেত ঘুমপাড়ানি গান
হে আমার বিনিদ্র রা্তের প্রেমিকা।
তুমি কখনই আমার কল্পসুন্দরী ছিলেনা
এমনকি তোমাকে চুমু খেতেও আমার দ্বিধা হত
অন্ধকারকে বরাবরই আমার ভয়।
ভুলে যাব তোমাকে বলে রাখি
আবার প্রেমে পরলে
আমি এখনো ভালবাসাকে ভালবাসি
প্রবল চুম্বনে আমি আগের মতোই তৃপ্ত হই
চোখে চোখে খুজে বেড়াই বড় হয়ে যাওয়ার আশ্বাস।
তোমাকে বলা হয়নি-
তুমিই আমার প্রথম প্রেমিকা নও
আমার শৈশবে যে মে’টার সাথে আমি পুতুল খেলতাম
যাকে জড়িয়ে ধরে অবলীলায় ঘুমিয়ে যেতাম
সে ও তো আমার প্রেমিকা ছিল।
অথবা পথে দেখা পূর্ণযৌবনা মেয়েটি
যাকে শৈশব থেকে মনে করে রেখেছি এতদূর
সেও তো হতে পারে আমার প্রথম প্রেমিকা।
আর তারপর পৌরুষ লোভ বিবর্তিত হতে শুরু করেছে যখন থেকে
অনেকেই তো ছিল আমার প্রেমিকা
আমার প্রথম প্রেমিকা।
মেয়ে তুমি কি জানতে, তোমার ছোঁয়ায় আমার ঝড় উঠত?
একেবারে নিকষ অন্ধকার ঝড়।
সে ঝড় সামলাতে পারিনা আমি।
তোমাকে বলা হয়নি মিথ্যে করে-তোমাকে ভালোবাসি।
২| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৮
আবদুল্লাহ িশবলী বলেছেন: ধন্যবাদ সরদার হারুন ।
কবিতা পড়ে বুঝতে হলেও কিছুটা জানতে হয় ।
এসব আপনার না জানলেও হবে । আপাতত যেসব ব্যক্তিদের নাম বললেন তাদের নামগুলো শুদ্ধ করে লিখলেই হবে ।
বিঃ দ্রঃ 'বিতারিত' শব্দটাও কিন্তু ভুল ।
৩| ২২ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:২৩
সরদার হারুন বলেছেন: আমাকে এক হাতে লিথেতে হয় ।অনেক সময় আমার এ দোষ থেকে আমি রেহাই পাবনা জানি। আপনাকে ধন্যবাদ।
ঠিকই বলছেন কবিতা বুঝতে হলে কিছু জানতে হয়্। আবার কবিতা লিখতে হলেও সামান্য কিছু জানতে হয়।
যা হোক কবিতা লেখার জন্য আপনাকে ধন্যবাদ।
৪| ০৩ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
জাফরুল মবীন বলেছেন: কবিতায় অন্তরাত্মার অভিব্যক্তির প্রকাশ খুব সুন্দর হয়েছে।অভিনন্দন কবিকে।
৫| ১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৫
আবদুল্লাহ িশবলী বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ জাফরুল মবীন ।
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৫
সরদার হারুন বলেছেন: যদি হুমাউন আহম্মেদ এবং হুমাউন আজাদ বেঁচে থাকতেন তাহলে আপনাকে
সোনার মেডেল দিতেন।
আর একজন আপনাকে মূ্ল্যায়ন করতে পারতেন সেও দেশ থেকে বিতারিত।
আমি আপনার লেখার হাত আছে বিধায় আপনাকে ধন্যবাদ জানাই,তবে আপনার প্রতিভা শালীন লেখার কাজে খাটাতে অনুরোধ করছি।