নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবনায় মুক্তি

আবদুল্লাহ িশবলী

আমি আমার মতই। খাই দাই। ঘুরি ফিরি। পড়ি। ফাকেফুকে লিখি। যেইসব লিখি তাও গারবেজ। অতো সিরিয়াসলি নেয়ার কিছু নাই।

আবদুল্লাহ িশবলী › বিস্তারিত পোস্টঃ

মনোলগঃ

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

(১) সে আসে । সিনড্রেলার জুতো পায়ে ।
শ্বেত শুভ্র জুতো চক চক করে ঘোলাটে আলোয় ।
সাথে তার সঙ্গী । দুজনেই বেশ ঘোরে আছে । বোঝা যায় ।
রাত্রি জাগরনের ক্লান্তির ছাপ।
ঐকান্তিক, আপেক্ষিক ভালোবাসা চোখে মুখে ।
দুজন আর একজন কথা বলতেই থাকে চায়ের কাপ হাতে ।
সে সন্ধ্যায় চারপাশ সব ফেড আউট হয়ে যায় । এমনকি ঐ সঙ্গীটিও ।



(২) গতকাল আড্ডায় এক বন্ধু বলছিল, কাঁকের আদিম ভালোবাসা নাকি কেউ দেখতে পায়না।
আমিও দেখিনি ।
এমন কি উৎসুক কৈশোরেও না।
কাঁক বরাবরই প্রেমের । কোকিল ছলনার ।



(৩) এই নিয়ে ষোল বার দেখা হল ।
ন বছরে ষোলো বার।
কোন স্মৃতি নেই । কোন স্পর্শ নেই।
ছদ্মবেশে ঘুর ঘুর করা ।
ঘুলঘুলিতে বসে শিস দেয় বুনো দোয়েল ।
আমি তাকিয়ে তাকিয়ে দেখতে থাকি ।
আত্মার খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারিনা আমি । কক্ষনো পারিও নি ।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪০

মাকড়সাঁ বলেছেন: ভালো লাগলো

০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২২

আবদুল্লাহ িশবলী বলেছেন: ধন্যবাদ।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

তুষার কাব্য বলেছেন: ভাল লাগা ।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

রুদ্র জাহেদ বলেছেন: খুব ভালো লাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.