![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যি কি তার বাসা-অফিসের পানি-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হবে।ব্যাপারটা আসলে ভীষণ অন্যরকম এবং মজার।আমি যদিও কোন রাজনৈতিক দল সাপোর্ট করি না তবুও বলবো।পদক্ষেপ এর আইডিয়াটা বেশ অন্যরকম ।
আমরা মোটামুটি সবাই জানি বি এন পি যখন ক্ষমতায় ছিল তখন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর কন্যার বিয়েতে প্রবেশের অনুমতি পায় নি।এখন আওয়ামীলীগ যখন ক্ষমতায় তখন বি এন পি এর শ্রদ্ধেয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলের মৃত্যুতে সমবেদনা জানানোর অনুমতি পায় নি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আসুন তাহলে কল্পনা করি যেহেতু শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার বাসা-অফিসের পানি-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হবে সেহেতু বাই চান্স যদি বি এন পি ক্ষমতায় আসে তাহলে হয়তো ..................আশা করছি বুঝতেই পারছেন(কারন বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট।
(যাই হউক আমাদের কি বলেন।আমরা হইলাম সা_ধা_র_ণ_ মানুষ।আমদের তো খুব কম সময়ই কারেন্ট,পানি,গ্যাস থাকে।কোন দিন তো আর এইসব বড় বড় রাজনৈতিক দলের অত্যাচার এর বিরুদ্ধে মুখ খুলবো না।আমরা হইলাম সা_ধা_র_ণ দর্শক ,২ বড় বড় দল(শুধু নামে) যা দেখাবে আমরা শুধু এন্টারটেইন হবো ।গন্ডারের চামড়া তো,কিছুই গায়ে লাগে না।)
৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২২
তাহের অন্তরা বলেছেন: ভাইয়া আমি স্টুডেন্ট এটা ঠিক কিন্তু স্কুলের নয় ইউনিভার্সিটির। আর আমার রাজনীতির প্রতি ইন্টারেস্ট পিচ্চিবেলা থেকেই এটাও ঠিক।এবং আমার স্কুল বলতে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের কথা বলেছি......
২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: বোঝার ভুলে দুঃখ প্রকাশ।
কিন্তু কেন জানি আপনার লেখায় একটা ছেলেমানুষি খুঁজে পাই।
এটা আপনার লেখার অপরিপক্কতা বোঝাতে বলি নি।
এটা কে আপনি প্রশংসা হিসেবে গণ্য করতে পারেন।
যাহোক ভার্সিটি স্টুডেন্ট জেনে আত্মিক প্রশান্তি পেলাম।
তা না হলে একটি স্কুলগামী মস্তিষ্ক প্রসূত চিন্তাগুলো নিজের অহ্মমতাকে বড় বেশি কটাহ্ম দৃষ্টিতে দেখত।
ভালো থাকবে।
আর আপনার বয়স কমিয়ে দেবার জন্য আরো একবার থ্যাংক ইউ উপ্স সরি দুঃখিত।
৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৬
তাহের অন্তরা বলেছেন: দুঃখ প্রকাশ এর কি আছে বলুন।
এবং আমার শুধু লেখায় না, আমার কথায়,আচরণে, কথাবার্তায় ছেলেমানুষি আছে এটা সবাই বলে।এ আর নতুন কি
সবশেষে আমার বয়স কমানোর জন্য ওয়েলকাম (স্বাগতম) উপ্স ইটস ওকে (কোন ব্যপার না )
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৪
নিলু বলেছেন: হাঁটি হাঁটি পা পা করেই রাজনীতির শুরু হয় , ক্ষমতার পালাবদল এর ইতিহাস জেনে শুনেই , মাঠে নেমেছে দলগুলি , ধন্যবাদ
৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৯
তাহের অন্তরা বলেছেন: আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার আগের একটা পোস্ট থেকে জানতে পারলাম আপনি স্টুডেন্ট এবং সেটা স্কুলের।

যদি এটা সত্য হয় তবে আপনার রাজনৈতিক কেন্দ্র চিন্তাধারার অাবর্তন আমাকে বিস্মিত করছে।
কেননা এখন পর্যন্ত আপনার প্রতিটি পোস্ট একই গোত্রের।
আই এম ককনফিউজড।
যদি আগের থেকেই দিশেহারা।