নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ নিয়ে শঙ্কিত

তাহের অন্তরা

আমি একটি সংখ্যা মাত্র। হয়তো কখনো এই সংখ্যা যোগ হবে ককটেল বোমা অথবা রাজনীতির আঘাতে।

তাহের অন্তরা › বিস্তারিত পোস্টঃ

একটি বিশেষ দোয়া

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১২

হে আল্লাহ্‌ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমিন ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:০৫

শাহরীয়ার সুজন বলেছেন: এইটা কিসু হইলো!

ব্লগটারে ফেইসবুক বানায়া ফেলায়তেসে রে....

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫২

তাহের অন্তরা বলেছেন: কিছু জিনিস এমন আছে যা বোঝানোর জন্য হাজার টা শব্দ ইউস করার প্রয়োজন একেবারেই নেই। যাই হউক এটা বুঝার যোগ্যতা হয়তো আপনার এখন হয় নি। সুতরাং সময় লাগবে ,সময় নেন ,বেপার না ।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:২৭

পাপা জী বলেছেন: Bandwidth থাকলে এই ভিডিও টা দেখেন -প্রায় ৫০ মিনিট
Make Du'a - Abdul Nasir Jangda - Quran Weekly

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০৭

আহমেদ জী এস বলেছেন:
তাহের অন্তরা ,




আপনার এই নিজেদের ক্ষমা চাওয়ার আকাঙ্খাটি মনঃপুত হলোনা । কারন আমরা সাধারন মানুষেরা কোনও অন্যায় করিনি ।
বরং নীচের এই সুরাটির বোল্ডকৃত অংশটুকুর বাস্তবায়নের দোয়া চাই ।


সূরা আল ফালাক (নিশিভোর)
ক্বুল আউযু বিরাব্বিল ফালাক। মিন শাররি মাখালাক্ব। ওয়া মিন শাররি গাসিক্বিন ইযা অক্বাব। ওয়া মিন শাররিন নাফ্‌ফাসাতি ফিল্‌ উকাদ। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ।

অর্থ -বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার, তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে, অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়, গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিণীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০০

তাহের অন্তরা বলেছেন: ভাইয়া কিছু মনে করবেন না।আপনার একার মনঃপুত হওয়ার জন্য লে আর লিখি নি । এবং আল্লাহ্‌ তায়ালার সবগুলো দোয়াই অ_সা_ধা_র_ণ । তাই না

কিন্তু তাও বোল্ডকৃত অংশটুকুর বাস্তবায়নের দোয়া চাইলাম । হ্যাপি ?? :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.