নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে........

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

সানজিদা হোসেন

আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।

সানজিদা হোসেন › বিস্তারিত পোস্টঃ

তুমি আমি

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৪

নীল আকাশের মেঘে লুকাই
একলা নিঝুম বন
সেই বনেরি সবুজ আমায়
ডাকছে সারাক্ষন।
পাহাড়, সাগর, বাতাস এসে
সাগরতটে মেশে
সেই সাগরের বালুকবেলায়
হাত ছুঁয়েছি হেসে।
হাসির সাথে মিশছে হাসি
অশ্রু জলও আছে
নোনা সে জল লুকিয়ে ফেলি
দেখবে তুমি পাছে।
লুকাই আরো বিষন্নতা
কষ্ট জমাট কালো
তোমায় আমি দেখাই শুধু
বাসি কতই ভাল।
হাতের মুঠোয় হাত জড়িয়ে
মনের মাঝে মন
এই মনেতে প্রেমের বসত
থাকুক সারাক্ষণ।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫১

নিলু বলেছেন: লিখে যান

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩২

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫১

নিলু বলেছেন: লিখে যান

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৮

নেক্সাস বলেছেন: অনেক সুন্দর কবিতা। লিখায় পাঠ ছন্দ সুবিন্যাস্ত। পড়ে ভালো লাগলে। পড়ে বুঝা যায় অন্তমিল আরোপিত নয় বরং কবির হৃদয় থেকেই আপনা আপনি উঠে এসেছে।

শুভ কামনা

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৯

নুরএমডিচৌধূরী বলেছেন: হাতের মুঠোয় হাত জড়িয়ে
মনের মাঝে মন
এই মনেতে প্রেমের বসত
থাকুক সারাক্ষণ।

কবিতায় ছন্দ আছে+++

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

সানজিদা হোসেন বলেছেন: প্রেম আছে, বন্ধু আছে
ছন্দ আছে মনে
সাঁঝের বাতি সকাল দেখুক
সূর্য ওঠার ক্ষনে

ধন্যবাদ

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৫৬

হাসান মাহবুব বলেছেন: প্রথম প্লাস।

১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৯

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৪

নুরএমডিচৌধূরী বলেছেন: সাঁজের বাতি চায় তো তার মনের ছন্দে জলতে
সকাল আসুক চায়না সে যে এই কথাটি বলতে

Thanks

১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৯

সানজিদা হোসেন বলেছেন: :D

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১১

তুষার কাব্য বলেছেন: হাতের মুঠোয় হাত জড়িয়ে
মনের মাঝে মন
এই মনেতে প্রেমের বসত
থাকুক সারাক্ষণ।

তাই হয় যেন...শুভ কামনা

১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৭

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬

সানজিদা হোসেন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.