![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আওয়ামীলীগ আর বি এন পির মাঝে কি কোন ফারাক আছে ? আমিতো কোন পার্থক্য দেখিনা । কারন আওয়ামীলীগ ইসলাম বিরুধী যেসব আইন করেছে যেমন নারীনীতি শিক্ষানীতি আরো অনেক এর একটিরও বিরুদ্ধে বি এন পি কোন প্রতিবাদ জানায়নি বরঞ্চ ২০০১ সালে যে ফাতাওয়া নিষিদ্ধের রায়ের উপর ভিত্তি করে আমাদের রক্তের বিনিময়ে বি এন পি ক্ষমতায় গিয়েছিল সেই রায়টি পর্যন্ত বাতিল করেনি । বরং মদের লাইসেস্ন দিয়েছিল । তাদের সময়ে মওদূদীরা সরকারী মাদ্রাসার সিলেবাসে ডুকিয়েছিল রাসূল সাঃ নুবুওতের দায়িত্বে ভুল ত্রুটি করেছেন । সুতরাং যারা বি এন পি নামক ইসলামের দুশমনদের ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করে যাচ্ছেন অনুরূপভাবে মওদূদীবাদী নাস্তিকদের নিয়ে শাহবাগী নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করছেন তারা হয়তো বোকার স্বর্গে বাস করছেন নতুবা দালালী করছেন । আর বি এন পি কি ১৩ দফা বাস্তবায়ন করবে ? কক্ষনও নয় । সুতরাং সময় এসেছে নারী নেতৃত্ব অর্থাৎ আওয়ামীলীগ বি এন পি এবং মওদূদীবাদীদের ছেড়ে তৃতীয় জোটের যেখানে শুধুই তারা থাকবে যারা ১৩ দফায় বাস্তবায়ন করতে চায় । নতুবা যে আন্দোলন হবে তা হবে রাজনৈতিক স্বার্থে ইসলামের জন্য নয় ।
©somewhere in net ltd.