![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ প়থিবী যেদিকে তাকাই সে দিকেই দেখি মাজলুমের আর্তচিত্কার আকাশ বাতাস ভারি করে তুলছে। রাতের নিস্তব্দ প্রহরে কান পাতলেই শুনা যায় ছেলে হারা জননির স্বামি হারা নন্দনির, ভাই হারা বোনের, পিতা হারা অবুঝ শিশুর বিলাপ ধ্বনি ,
প়থিবির পস্চিম প্রান্ত হতে পূর্ব প্রান্ত পর্যন্ত, দক্ষিন মেরু হতে উত্তর মেরু পর্যন্ত যেখানেই লা ইলাহা ইল্লাল্লার ধ্বনি উচ্চারিত হয় সেখানেই সম্রাজ্য বাদিদের 2হিংস্র থাবা পরে
কিন্তু কেন? কি অপরাধ তাদের?
কি অপরাধ ছিল ওই আফগান জুবকের যে জালিম শোষন হিন একটি দেশ গরার স্বপ্ন দেখেছিল ।
কি অন্যায় ছিল ওই ফিলিস্তিনের নিষ্পাপ শিশুর যে নিশ্চিন্তে খেলা করত দজলা ফুরাতের অববাহিকায়,
কি অন্যায় করে ছিল ওই অন্তসত্বা ইরাকি বোন, যে তার কল্পনায় আকছিল তার আগত শিশুর অসচ্ছ অবয়ব।
মুক্ত স্বাধিন ভাবে বাচার স্বপ্ন লালন কারি কাশ্মিরের তরুনরা কি অপরাধ ছিল?
কেন আফগান জুবক কে শোষন মুক্ত হতে দেয়নি ওই লাল কত্তার দলেরা?
কেন ওই নর পিসাচরা দজলা ফুরাতের তিরে সহ্য করেনি নিষ্পাপ সেই ফিলিস্তিনের শিশুটিকে?
ইরাকি বোনের ভ্রুন কে তারা কেন এ নির্মল প়থিবির আলো বাতাস গ্রহন করতে দেয়নি?
কেন কি অপরাধ ছিল তাদের??????????..?..?..?.
হা অপরাধ তাদের একটি ই তারা মুসলিম ইসলাম তাদের ধর্ম।
©somewhere in net ltd.