নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিশির৬২০

আমি মুসলিম, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়।

শিশির৬২০ › বিস্তারিত পোস্টঃ

কে এই অভিজিৎ রায়?

০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

কে এই অভিজিৎ? কী তার পরিচয়? তাকে নিয়ে কেনো এতো আলোচনা? দেশী-বিদেশী সকল চ্যানেলের শীর্ষ নিউজ
অভিজিতের হত্যা! ওমা: সে কি বাংলাদেশের
প্রেসিডেন্ট? প্রধান বিচারপতি? ইঞ্জিনিয়ার? মুক্তিযোদ্ধা? কিছুই না, তাহলে তার মরণে কেনো এতো মাথাব্যাথা? ইয়েস, তার পরিচয় হলো সে একজন প্রফেশনালি নাস্তিক,নরকের কীট, মানসিক ভারসাম্যহীন, বিকৃত মস্তিষ্ক সম্পন্ন,সারা জীবন ইসলামের
বিরোধিতা করেছে রসুল (সা) ও তাঁর পবিত্র
স্ত্রীগণের চরিত্র নিয়ে আপত্তিকর প্রশ্ন তুলেছে এই কুলাঙ্গার তাই তার জন্য তার উত্তরসূরীদের এতো মায়াকান্না. সঙ্গে সঙ্গে বাংলাদেশ সরকারের একশন তথা ফারাবি ভাইকে গ্রেফতার, বিশেষ-
অজ্ঞদের মহলে জঙ্গিবাদের প্রশ্ন, কথিত
সুশীল সমাজদের প্রতিবাদ.
বসে থাকে নি আমেরিকাও! প্রতিবাদ
জানিয়ে বিবৃতি দিয়েছে. যেহেতু তার যতো গবেষণা লেখালেখি সব ইসলামের
বিরুদ্ধে তাই সে আলোচনার শীর্ষে, কথায়
আছে 'চোরের জন্য চোরের দরদ' অভিজিৎ
যেহেতু একজন ইসলাম বিদ্ধেষী নাস্তিক তাই তার জন্য নাস্তিকদেরই মায়াকান্না।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:



বুঝা যাচ্ছে, কেন এত পেট্রোল বোম পড়ছে!

২| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৬

সোহেলী সুলতানা বলেছেন: Dear Writer Sisir, I have no comments on your current post, but certainly want to ask you , if you are claiming that you are a Muslim and that is your only identity( as your status is showing) then can I have the pleasure to ask you, Does Islam justify such assassination like a bunch of cowered ? If you have , hikma, elm and patient you can confront any atheist with your pen, no need of any other weapon? In my knowledge, there was and there will not be any great enemy of our beloved prophet Muhammad (peace be upon him) than Abu Lahab and his wife , But no Muslim killed them, even our prophet himself used to take a great care of them when they were gradually fall under Allah's wrath. Remember punishing someone for his/her miss deeds in worldly matter , may count as justice . But to punish someone for their belief is not a worldly duty , its upon Allah and Allah need no human to execute his plan. I would request my muslim brothers to leave that idiotism (With a less hope to be followed)

৩| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৫

বিধ্বস্ত পথিক বলেছেন: জনাব সোহেলী সুলতানা,
আমি আপনার কথাকে মূল্যায়ন করি।
কিন্তু, এমন কিছু লোক আছে বা ছিল যারা আবু লাহাবের মত মোহরাঙ্কিত কাফের, তারা কখনও সত্য মানেনি, মানবে ও না। আপনি হিকমাহ, ইলম, ধৈর্যের কথা বলছেন??? যদি এগুলো সবার থাকতোই তবে অভিজিৎ সাহেবের মত লোকেরা কিছু ই বলতে পারত না, তাদেরকে হত্যা করা হত না।
সব কিছুর বিচার আল্লাহর কাছেই চাই। কিন্তু তারপরেও আল্লাহ পৃথিবীতে চলার জন্য আমাদের কিছু শাস্তিযোগ্য বিধান দিয়েছেন। সেগুলো মানা অতি জরুরী নয় কি?

তবে শিশির সাহেব আরও একটু কৌশল খাটিয়ে লিখলে বেপারটা আরও বেশী বোধগম্য হত সবার কাছে।

৪| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৮

অাল অামীন বলেছেন: আপনার পোফাইলে লিখেছেন : আমি মুসলিম, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। ভালো কথা ! আবার আলোচ্য পোস্টটিতে অভিজিৎ রায় হত্যার প্রতি নিজের প্রকাশ্য সমর্থন ব্যক্ত করেছেন। ভালো ! ইসলাম কি কাউকে এমন সহিংস পন্থায় হত্যার অনুমতি দেয়। ধর্মের কোন্ কিতাবে এটা এটা লেখা আছে! তাছাড়্রা, এই রহস্যময় হত্যাকান্ড কারা ঘটিয়েছে, সেটা এখনও পরিস্কার নয়, কিন্তু প্রকারান্তরে আপনি এবং আপনার মতো ধর্ম বিশ্বাসের অনুসারীরা এই নির্মম হত্যাকান্ডের দায় স্বীকার হরে নিলেন। এভাবে ধর্মকে পুঁজি করে ভুল পথে, ভুল মতে কতোদিন চলা যায়???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.