নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিশির৬২০

আমি মুসলিম, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়।

শিশির৬২০ › বিস্তারিত পোস্টঃ

বগুড়া কি বাংলাদেশে নাকি আফগানিস্তানে? উত্তর চাই ।

২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৯

একটা নিউজ সাইটে
বগুড়ার একটা ভিডিও
দেখালাম। নিউজের
ক্যাপশন ছিল বগুড়া
কি বাংলাদেশে না
আফগানিস্তানে? ভিডিওটার মুল বিষয়
ছিল বগুড়ার বিভিন্ন
পার্কে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ এসে ৭২ জোড়া প্রেমিক প্রেমিকাকে ধরে
পরিবারের সদস্য ডেকে জরিমানা করা হয়েছে।

ভিডিওটার পক্ষে বিপক্ষে তেমন কিছুই বলতে চাই না কারন সেলিব্রেটি টাইপ অনেক মানুষ নাকি সেই ভিডিও দেখে বগুড়ার ওই
ম্যাজিস্ট্রেট আর পুলিশ সদস্যদের ধিক্কার
জানিয়েছেন!!

আমার মাথায় জাস্ট কয়েকটা প্রশ্ন ঘুরছে সঠিক জবাব চাই আর কিছু না!

প্রশ্ন নং ১-- একজন
ম্যাজিস্ট্রেট যদি তার শহরের পার্কগুলোতে অশালীন কাজে বাধা দেয় তাতে সমস্যা কি???

প্রশ্ন নং ২-- প্রেম মানেই কি পার্কে পার্কে ঘুরে বেড়ানো
আর আজেবাজে কাজ
করা??

প্রশ্ন নং ৩-- আজকে যারা ওই প্রেমিক প্রেমিকাদের সমর্থন করেছেন তারা কি
ফিউচারে এই ৭২ জোড়া
কাপলের মধ্যে কোন এক মেয়ে যদি রেপ হয় এই প্রেমিক দ্বারাই তখন কি এগিয়ে আসবেন????

প্রশ্ন নং ৪-- বাংলাদেশকে
আফগানিস্থানের সাথে
তুলনা করা হচ্ছে কেন? সেখানে কি এমন কিছু হয়? একটা ইসলামী রাষ্ট্রের কোন রুলস থাকতেই পারে সেটা নিয়ে
ব্যাঙ্গ করার রাইট আমার মতে হয়তো কারো নাই।

প্রশ্ন নং ৫-- আফগানিস্থানে কি বাংলাদেশের মত
প্রকাশ্যে প্রেমিক প্রেমিকাকে চুমু খেতে দেখা যায়? নাকি বিভিন্ন পার্কে
পার্কে আজাইরা ফাউ কাজ করতে দেখা
যায়??

প্রশ্ন নং ৬-- ভিডিওটা দেখে আমার কোথাও মনে হয়নি
ছেলেমেয়েদের অপদস্থ
করা হয়েছে!! তাদের
গার্জিয়ানদের ডেকে বলা হয়েছে তাদের সন্তানরা কি করছে কই আছে!
একটা পরিবারকে যদি
তাদের সন্তান সম্পর্কে সতর্ক করে দেয়া হয় তাতে অপদস্থ কিভাবে করা হল এটা আমার মাথায় ঢুকছে না ।

প্রশ্ন নং ৭-- যে কথা
জিজ্ঞাসা না করলেই না আজকে যারা এদের
সমর্থন করছেন তারা কি আগামীতে নিজেদের সন্তানদের এমন কাজে বাধা না দিয়ে কি উৎসাহিত করবেন?

প্রশ্ন নং ৮-- যারা ভিডিওটা দেখে ধিক্কার জানিয়েছেন ভবিষ্যতে আপনাদের ছেলেমেয়েদের কি দিবেন এভাবে পার্কে পার্কে লুলামি করতে? আপনারা দিবেন আপনার মেয়েরা ধর্ষিত হতে?

প্রশ্নগুলোর উত্তর চাই এর বেশি কিছু না ।
তবে হ্যাঁ কাউকে
ভালোবাসা খারাপ না
খারাপ হচ্ছে সো কলড
প্রেম করার নামে
রাস্তা ঘাটে নোংরামি
করা ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১৩

নুর ইসলাম রফিক বলেছেন: ভালোবাসা খারাপ না
খারাপ হচ্ছে সো কলড
প্রেম করার নামে
রাস্তা ঘাটে নোংরামি
করা ।

২| ২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩১

বিলোয় বলেছেন: একদিন গার্লফ্রেন্ডের সাথে পার্কে বসে ছিলাম, শুধু বসে থাকার অপরাধে পুলিশ এসে টাকা জরিমানা করল।
/:) /:) /:)

আপনেই বলেন, এইটা কিছু হইল? বাংলাদেশের কোন আইনে আছে বসে থাকা যাবে না?

৩| ২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩৯

যোগী বলেছেন:
ঐ ৭২ জোড়া কাপল নষ্টামী করেছে কী লাগা-লাগি করেছে তার জন্য তথ্য প্রমান থাকলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী তার শাস্তি হতে পারে, তাই বলে ঐ আবাল ম্যাজিস্ট্রেট মোড়ল গিরি দেখায় তাদের ভিডিও কিছুতেই মিডিয়াতে এক্সপোজ করতে পারে না।
ভিডিও এক্সপোজ করা বাংলাদেশের সংবিধানে অবশ্যই লেখা নাই। তাহলে একজন মেজিস্ট্রেট সংবিধানের বাইরে কী ভাবে যায়?

২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

শিশির৬২০ বলেছেন: সংবিধান মানেই কি সব শুদ্ধ ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.